সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনির অসুখে সরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৯ বছরের বালিকা। অসাবধানতায় জলের বদলে স্পিরিট খাওয়ানো হয় তাকে! এরপরেই মৃত্যু হয়েছে বালিকার। এমনটাই দাবি মৃতার পরিবারের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তামিলনাড়ুর (Tamil Nadu) মাদুরাইয়ে সরকারি হাসপাতাল। ওই হাসপাতালের চিকিৎসকদের দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বালিকার। সরকারি হাসপাতালের গফিলতির অভিযোগে চঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণের রাজ্যে।
বালিকার মা দাবি করেছেন, মেয়ের বেডের পাশে হাসপাতালের নার্সরা স্পিরিট রেখে দিয়েছিলেন। মেয়ে তেষ্টায় জল চাইলে তিনি সেই স্পিরিট খাইয়ে দেন। এরপরই দ্রুত স্বাস্থ্যের অবনতি হয় বালিকার। কিছুক্ষণ পরে তার মৃত্যুও হয়। যদিও নার্সদের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী তাদের দাবি, স্পিরিট পান করার কারণে আদৌ মৃত্যু হয়নি বালিকার। বরং মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে রোগীর।
[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]
মাদুরাইয়ের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, ময়নাতদন্তের রিপোর্টে স্পিরিট খাওয়ার জন্য মৃত্যুর কথা বলা হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণকেই মৃত্যুর কারণ বলা হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক দাবি করেছেন, মৃতার মুখে সামান্য পরিমাণ স্পিরিট পাওয়া গিয়েছে। যেহেতু অধিকাংশটাই খাওয়ার পড়ে বমি করে দিয়েছিল সে। যদিও হাসপাতালের যুক্তি মানতে নারাজ মৃতার পরিবার। সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।