shono
Advertisement

মাথায় খুসকি? মেথি দানার এই গুণাগুণগুলি জেনে রাখুন

মুশকিল আসান মেথি দানা। The post মাথায় খুসকি? মেথি দানার এই গুণাগুণগুলি জেনে রাখুন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Mar 10, 2018Updated: 05:36 PM Sep 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেথি দানা। আকারে যতই ক্ষুদ্র হোক, এর গুণাগুণ অপরিসীম। নানা ধরনের শাক-সবজি রান্না সুস্বাদু করে তুলতে মেথি দানা তো ব্যবহার করা হয়ই। কিন্তু আলাদা করেও এর অনেক উপকারিতা রয়েছে। মেথি দানা ব্যবহার করে ঘরোয়া টোটকাতেই সারিয়ে নিতে পারেন একাধিক রোগ-যন্ত্রণা। চলুন জেনে নেওয়া যাক এর গুণের কথা।

Advertisement

রাতে এক চামচ মেথি দানা জলে ভিজিয়ে যাঁরা রোজ সকালে সেই জল পান করেন, তাঁরা তুলনামূলক বেশি সুস্থ। এছাড়া গুড়ো মেথি দানা ফেসপ্যাক এবং হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করা যায়। এতে যেমন ত্বকের নানা রোগ দূর হয় তেমনই চুলের খুসকি নির্ময় হয় অনায়াসে।

[জানেন, শরীরের কোথায় তিল থাকার কী অর্থ?]

জ্বর ও ডায়েরিয়ায় আক্রান্ত রোগীদের জন্য মেথি দানা অত্যন্ত উপকারী। সেই সময় রোগীর মুখে যেন কিছুই রোচে না। সেক্ষেত্রে এক চামচ মেথি দানা নিয়ে গরম জলে সেদ্ধ করে নিন। এবার সেটিকে ঠান্ডা করে বীচগুলি আলাদা করে দিন। এরপর তাতে এক চামচ লেবুর রস ও মধু মিশিয়ে খেলেই মুখের স্বাদ ফিরবে। জ্বরও দূরে পালাবে।

ডায়াবেটিস প্রতিরোধে আমলকির বড় ভূমিকা রয়েছে। এর সঙ্গে মেথি দানা জুড়ে দিলেই বাজিমাত। ডক্টর পি এস ফাড়কে বলছেন, আয়ুর্বেদিক টোটকায় ডায়াবেটিস রোধ করা সম্ভব। তার জন্য শুকনো আমলকি গুড়ো, হলুদ ও মেথি দানা জলের সঙ্গে সম-পরিমাণে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে।

মেথি দানা দিয়ে আয়ুর্বেদিক চা তৈরি করে পান করলে অথবা মেথি শাক খেলে পেট পরিষ্কার থাকে। পেঁয়াজের রস দিয়ে মেথি দানা খেলেও পেট সাফ হয়।

মেথি দানা, পুদিনা, তুলসি, দারুচিনি, লেবুর রস ও মধু দিয়ে চা বানিয়ে পান করেছেন কখনও? একবার ট্রাই করতে পারেন। এতে ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয়। মেজাজটা বেশ হালকা লাগে।

[সুস্থ থাকতে পিরিয়ডের সময় ৩-৪ ঘণ্টা অন্তর বদলে ফেলুন প্যাড]

মাথায় খুসকির সমস্যা অনেকেরই। বিজ্ঞাপনী হাজার শ্যাম্পু ব্যবহারেও লাভ হয় না। ঘরেই রয়েছে সমাধান। চুলের গোড়ায় মেথি পেস্ট লাগান ভালভাবে। ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে শুধু খুসকিই দূর হবে না, চুলপড়াও কমবে অনেকটা।

ত্বক ও রক্তে নানারকম সংক্রমণ রোধে বড় ভূমিকা নেয় মেথি দানা। ত্বক সুস্থ ও ব্রণো মুক্ত রাখতে সাহায্য করে। মুখের যে অংশে ব্রণো হয়েছে, সেখানে মেথি পেস্ট লাগান। সারারাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা চোখে পড়বেই।

The post মাথায় খুসকি? মেথি দানার এই গুণাগুণগুলি জেনে রাখুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার