shono
Advertisement

পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায়

হামলার নেপথ্যে লস্কর জঙ্গিদের হাত... The post পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:24 PM Jan 25, 2017Updated: 10:54 AM Jan 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবুলিওয়ালার ছদ্মবেশে আফগান পাসপোর্ট ব্যবহার করে জঙ্গিদের ভারতে ঢোকাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই৷ সাধারণতন্ত্র দিবসে কলকাতা, দিল্লি, মুম্বই ও হায়দরাবাদ-সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে নাশকতা চালাতেই এই ছক কষেছে পাকিস্তান৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে এই চাঞ্চল্যকর খবর আসার পরই প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে৷ সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট সব রাজ্য সরকারগুলিকে৷ আকাশ থেকে হামলার আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, আগামিকাল লালকেল্লায় চপার বা বিমান ব্যবহার করে পেন্টাগন হামলার ধাঁচে লালকেল্লাতে হামলা চালাতে পারে লস্কর জঙ্গিরা৷

Advertisement

আকাশপথে হামলা রুখতে এবারই প্রথম সাধারণতন্ত্র দিবসে ‘অ্যান্টি ড্রোন টেকনোলজি’ ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার খাতিরে৷ যাতে সন্দেহভাজন কোনও বস্তু আকাশে দেখলেই সেগুলিকে গুলি করে নামিয়ে আনা যায়৷ সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত সব রকম বিমান ওঠানামা বন্ধ রাখা হচ্ছে দিল্লিতে৷

লালকেল্লা-সহ দিল্লির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে, উঁচু বাড়ির ছাদে অ্যান্টি এয়ারক্র্যাফট মেশিনগান নিয়ে মোতায়েন থাকবেন জওয়ানরা৷ ইতিমধ্যেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে৷ ভারত-পাক সীমান্তের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তেও চলছে কড়া টহল, যাতে বাংলাদেশ থেকে কোনও জঙ্গি ভারতে প্রবেশ করতে না পারে৷ সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে৷

সুরক্ষা প্রসঙ্গে বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠকে বসেন এনএসএ, আইবি, র-এর গোয়েন্দারা৷ নয়াদিল্লিতে কুচকাওয়াজের সময় রাজধানীতে বিশেষ সতর্কতার পাশাপাশি সব রাজ্যকে নিরাপত্তা আঁটসাঁট করার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ রেল-বিমান-নৌপথেও কড়া নজর রাখা হচ্ছে৷ জঙ্গি সন্দেহে আটকদের জেরা করে এনআইএ কর্তারা জানতে পেরেছেন, জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষকে মারার পরিকল্পনার পাশাপাশি রাজনীতিবিদ ও সরকারি আমলারাও তাদের টার্গেট৷ নয়াদিল্লির পাশাপাশি কলকাতার রেড রোড থেকে শুরু করে শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা৷ জরুরিভিত্তিতে দেশজুড়ে চলছে গাড়ি পরীক্ষা৷ এ কাজে অতিরিক্ত পিকেট ও কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে৷ নয়াদিল্লি, মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও একইভাবে নজরদারি চালানো হচেছ৷ অন্যান্য রাজ্য থেকে কলকাতায় ঢোকা ও বেরনোর রাস্তায় থাকছেন প্রচুর পুলিশ ও গোয়েন্দাকর্তারা৷

রাজধানী নয়াদিল্লিতে এক হাজার শুটার, ৫৯ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ এর মধ্যে ১৫ হাজার আধাসামরিক বাহিনী ও ৩৪ হাজার দিল্লি পুলিশ রয়েছে৷ গত কয়েকদিন ধরেই উত্তর, মধ্য ও নয়াদিল্লিতে ২০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ কুচকাওয়াজের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রক৷ লালকেল্লা থেকে রাইসিনা হিলস পর্যন্ত রাস্তায় লাগানো হয়েছে ২০টি সিসিটিভি ক্যামেরা৷ রাজধানীর ৩০০ কিলোমিটার এলাকা ‘নো ফ্লাইং জোন’ হিসাবে ঘোষণা করা হয়েছে৷ নিরাপত্তার কারণে দিল্লির পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, উদ্যোগ ভবন, রেস কোর্স স্টেশনে দুপুর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে৷ এবার সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি আবুধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান৷ অন্যদিকে, বুধবারও শ্রীনগরে জঙ্গি নাশকতার খবর মিলেছে৷ সেনাবাহিনীর সঙ্গে মঙ্গলবার রাত থেকেই তুমুল গুলির লড়াই হয় জঙ্গিদের৷

The post পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement