shono
Advertisement

বিশ্বকাপ ফাইনালে খেলবে কোন দুই দল? পছন্দ জানালেন বেকহ্যাম

আন্দাজ করতে পারেন? The post বিশ্বকাপ ফাইনালে খেলবে কোন দুই দল? পছন্দ জানালেন বেকহ্যাম appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM Jun 21, 2018Updated: 03:17 PM Jun 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে সবে একটা ম্যাচ খেলেছে ইংল্যান্ড৷ তাও আবার তিউনিশিয়ার বিরুদ্ধে৷ আর এখনই নিজের দেশকে বিশ্বকাপের ফাইনালে দেখতে শুরু করে দিলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম৷ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেই বেকহ্যাম বেছে নিয়েছেন নিজের সেরা দুই দলকে৷ জানাচ্ছেন, ফাইনালে তারাই মুখোমুখি হবে৷

Advertisement

চলতি বিশ্বকাপে বেলজিয়ামের মতো ইংল্যান্ডকেও কালো ঘোড়া বলে চিহ্নিত করেছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ৷ দলের নতুন অধিনায়ক হ্যারি কেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই যে দলকে এগিয়ে নিয়ে যাবেন, এমন আশা অনেকেরই৷ আর প্রথম প্রদর্শনে সেই ছাপও রাখতে সফল হয়েছেন হ্যারি৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজির গড়েছেন৷ আর তারপর থেকেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্রিটেনবাসী৷ যাঁদের সঙ্গে সুর মিলিয়েছেন বেকসও৷ শেষবার ২০০৬ বিশ্বকাপে বেকহ্যামের নেতৃত্বেই শেষ আট পর্যন্ত পৌঁছেছিল দল৷ গত দুই বিশ্বকাপের স্মৃতি ইংল্যান্ডের কাছে খুব একটা সুখকর নয়৷ তাই এবার নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর হ্যারি অ্যান্ড কোং৷ ১৯৬৬ সালের সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফেরাতে চান রাশিয়ায়৷ বেকহ্যামেরও আশা, এবার চমক দেবে তাঁর দেশ৷

[আজ ঘুরে দাঁড়াতে মরিয়া মেসি, ম্যাচের আগেই সাম্পাওলির অজুহাতে অবাক বিশ্ব]

ফুটবলকে বিদায় জানালেও তাঁর জনপ্রিয়তায় ছিটেফোঁটাও ভাটা পড়েনি৷ আজও তাঁর ভক্তরা মুখিয়ে থাকেন তাঁর বক্তব্য শুনতে৷ ফুটবলের প্রচারে আপাতত চিনে তিনি৷ আর সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এবার নিজের দেশ নিয়ে তিনি কতটা আশাবাদী? বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বেকস বলেন, “আমার মনে হয় ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা৷ আর সেই ফাইনালে আমি তো আচইব ইংল্যান্ডই জিতুক৷ তবে দেশের প্রতি ভালবাসা থেকে খানিকটা পক্ষপাতদুষ্ট হয়েই কথাটা বললাম৷” তবে এরপরই বেকস ইংল্যান্ড কোচ গ্যারেথকে সতর্ক করেছেন৷ বলছেন, “বিশ্বকাপের এখন অনেকটা পথ বাকি৷ কোচের জন্য লড়াইগুলি নেহাত সহজ হবে না৷” দলের প্রথম জয়ে দারুণ খুশি তিনবারের বিশ্বকাপার৷ “দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে৷ খুব বেশি অভিজ্ঞ তারকা নেই৷ আর টুর্নামেন্ট যত এগোবে ততই কঠিন হবে লড়াই৷ কারণ এখানে অনেক ভাল ভাল দল রয়েছে৷” বলছেন বেকস৷

হিসেব কষলে দেখা যাবে, সেমিফাইনালে অথবা ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতেই পারে আর্জেন্টিনা৷ তবে বেকহ্যাম বাজি ধরেছেন সেই দলকে যে আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই আটকে গিয়েছে৷ যেখানে বেশ নড়চড়ে দেখিয়েছে খোদ লিওনেল মেসিকে৷ তাই বেকহ্যামের ভবিষ্যদ্বাণী কতটা বাস্তবায়িত হয়, সেটাই দেখার৷

[রোনাল্ডো যেন ঝাঁজালো পোর্ট ওয়াইন, ম্যাচ জিতে দিলখোলা কোচ স্যান্টোস]

The post বিশ্বকাপ ফাইনালে খেলবে কোন দুই দল? পছন্দ জানালেন বেকহ্যাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement