সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে আটকে গিয়ে এমনিতেই চাপে ব্রাজিল, তাছাড়া বিশ্বকাপে যেভাবে একের পর এক অঘটন ঘটছে তাতে টিটের চিন্তার কারণ আছে বইকি৷ কোচের চিন্তা আরও বাড়াচ্ছে অধিনায়ক নেইমারের ফিটনেস৷ বিশ্বকাপের আগে থেকেই ব্রাজিলিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন ছিল৷ প্রথম ম্যাচে সেভাবে নিজেকে মেলেও ধরতে পারেননি ব্রাজিল অধিনায়ক৷ তা সত্ত্বেও দেখে মনে হয়েছিল ধীরে ধীরে ১০০ শতাংশ ফিটনেসের দিকে এগোচ্ছেন নেইমার৷ কিন্তু ফের ছন্দপতন ঘটে অনুশীলনে৷ আরও একবার পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে চলতে দেখা গিয়েছিল ব্রাজিল অধিনায়ককে৷ ব্রাজিল সমর্থকদের চিন্তা শুরু হয়েছে তখন থেকেই৷
[মেসিদের নিয়ে ছেলেখেলা করলেন ক্রোটরা, লজ্জার হার আর্জেন্টিনার]
আজ শেষ পর্যন্ত নেইমার শুরু থেকে খেলবেন কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে৷ তবে, গতকাল বিকেলে অন্য ফুটবলারদের মতোই নিয়মিত অনুশীলন করেছেন নেইমার৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে কড়া ট্যাকলের মুখে পড়তে হয়েছিল ব্রাজিল মহাতারকাকে৷ আশা করা হচ্ছে কোস্টারিকাও একই কৌশল নেবে নেইমারকে রুখতে৷ সেক্ষেত্রে চোট আরও বাড়ার সম্ভাবনাও থাকে, তাই শেষপর্যন্ত যদি নেইমার না খেলতে পারেন তাঁর বিকল্পও ভেবে রাখছে সাম্বা-শিবির৷ নেইমার ফিট না হলে আজ তাঁর জায়গায় খেলতে পারেন রেনেতো আগুস্টো৷ সেক্ষেত্রে নেইমারের পজিশনে কুটিনহোকে সরিয়ে এনে তাঁর জায়গায় খেলানো হতে পারে আগুস্টোকে৷ তবে, শেষপর্যন্ত যদি নেইমারকে ১০০ শতাংশ ফিট ঘোষণা করা হয় তাহলে প্রথম দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম৷ সুইজারল্যান্ড ম্যাচে খুব একটা নজর কাড়েননি ব্রাজিলের মিডফিল্ডাররা৷ আজ আরও দায়িত্ব নিতে হবে কাসেমিরো, পাওলিনহোদের৷ বিশেষত রক্ষণে৷ কারণ খুব বেশি আক্রমণাত্মক না খেলেও আগের ম্যাচে বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণভাগে আতঙ্ক তৈরি করে ফেলেছিল সুইজারল্যান্ড৷
[অনন্য নজির এমবাপের, পেরুকে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে ফ্রান্স]
এবার আসা যাক কোস্টারিকার কথায়৷ প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা৷ কোস্টারিকার ইউএসপিই হল তাদের জমাট রক্ষণ৷ গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারলেও একটি অনন্য রেকর্ড গড়েছিল দক্ষিণ আমেরিকার দলটি৷ নির্ধারিত ৯০ মিনিটে একটি গোলও খায়নি কোস্টারিকা৷ কোয়ার্টার ফাইনালে হেরেছিল তাও পেনাল্টি শুট-আউটে৷ এবছর প্রথম ম্যাচে দুর্দান্ত সার্বিয়ার কাছে হারলেও যে গোলটি কোস্টারিকা খেয়েছে তা দুর্দান্ত ফ্রি-কিক থেকে৷ এ হেন দলের রক্ষণ ভাঙাটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্রাজিলের জন্য৷ তাছাড়া কোস্টারিকার গোলরক্ষক তথা অধিনায়ক কেইলর নাভাস যে ফর্মে আছেন তাতে তাঁর দুর্গ ভাঙা সহজ হবে না৷ তার উপর যদি নেইমার না খেলেন তাহলে কিন্তু তা সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে টিটের জন্য৷ প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে বেশ চাপে ব্রাজিল৷ কোস্টারিকার বিরুদ্ধে জিতে আপাতত গ্রুপ শীর্ষে সার্বিয়া৷ ব্রাজিল চাইবে আজ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করতে৷ কারণ আজকের ম্যাচে ৩ পয়েন্ট না পেলে শেষ ম্যাচে শক্তিশালী সার্বিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যা কোনওভাবেই চাইবে না ব্রাজিল শিবির৷
The post কোস্টারিকার বিরুদ্ধে নামার আগে ব্রাজিলের চিন্তা নেইমারের ফিটনেস appeared first on Sangbad Pratidin.