shono
Advertisement
FIFA Ranking

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে কোপাজয়ী আর্জেন্টিনা, বড় লাফ ইউরোজয়ী স্পেনের

ফিফা ক্রমতালিকায় ভারত রয়েছে ১২৪ নম্বরেই।
Published By: Krishanu MazumderPosted: 06:47 PM Jul 18, 2024Updated: 09:48 PM Jul 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি বিশ্বজয়। দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে 'ত্রিমুকুট' জিতেছে আর্জেন্টিনা (Argentina)। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে লিও মেসির আর্জেন্টিনাই। কোপায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে নীল-সাদা জার্সিধারীরা। আর্জেন্টিনা নিজেদের নিয়ে গিয়েছে ধরাছোঁয়ার বাইরের পৃথিবীতে। ক্রমতালিকায় অনেকটাই এগিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন ইয়ামালরা। 
কোপা আমেরিকায় এবার কিছু করতে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গিয়েছে ব্রাজিল। তাদের র‍্যাঙ্কিং এখন পাঁচ।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা লিগে প্রথম জয়, পিয়ারলেসকে হারিয়ে তিন পয়েন্ট মোহনবাগানের


গত বছরের এপ্রিলে ব্রাজিলকে সরিয়েই র‍্যাঙ্কিংয়ের (FIFA Ranking) শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। ১৫ মাস ধরে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। কিলিয়ান এমবাপেরা রয়েছেন দুনম্বরে। টানা দুবার ইউরোর ফাইনালে পৌঁছেও ইউরোপসেরা হতে পারেনি ইংল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে তারা চার নম্বরে। ৬,৭ ও ৮ নম্বরে যথাক্রমে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও পর্তুগাল। কোপার ফাইনালে ওঠার জন্য ন নম্বরে উঠে এসেছে কলম্বিয়া। দশ নম্বরে গতবারের ইউরোজয়ী ইটালি। এশীয় দলগুলোর মধ্যে শীর্ষে জাপান। ক্রমতালিকায় ভারত ১২৪ নম্বরে। 

 

[আরও পড়ুন: ‘মোহনবাগান রত্ন’ সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা সবুজ-মেরুনের

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি পাশাপাশি বিশ্বজয়।
  • দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে 'ত্রিমুকুট' জিতেছে আর্জেন্টিনা।
  • সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে লিও মেসির আর্জেন্টিনাই।
Advertisement