মেক্সিকো ১( লোজানো ৩৪)
জার্মানি ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে অঘটন৷ অপ্রত্যাশিতভাবে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দিল মেক্সিকো৷ মোট ৩৫ টিরও বেশি শট টার্গেটে রেখেও ওচোয়ার দুর্গ ভাঙতে পারল না জার্মানি৷গত দুটি বিশ্বকাপের ধারাই বজায় থাকল৷ ২০১০-এর ইটালি, ২০১৪-র স্পেনের মতই প্রথম ম্যাচে আটকে গেল গতবারের চ্যাম্পিয়নরা৷ বিশ্বকাপে টানা ৭ ম্যাচ জয়ের পর মেক্সিকান ওয়েবের কাছে মাথা নত করল জার্মান আগ্রাসন৷ তরুণ মেক্সিকো দলের গতির কাছেই পরাস্ত হতে হল গতিশীল জার্মানদের৷
[খুদে সমর্থকের কান্না থামিয়ে রোনাল্ডো বোঝালেন আসল নায়ক তিনিই]
বাঁ-দিক দিয়ে দুর্দান্ত আক্রমণ করে খেলার প্রথম মিনিটেই লোজানো বুঝিয়ে দিয়েছিলেন ম্যাচের গতি কোনদিকে এগোতে চলেছে৷ সে যাত্রায় অবশ্য বোয়াতেংয়ের দুর্দান্ত ডাইভ বাঁচিয়ে দিয়েছিল গতবারের চ্যাম্পিয়নদের৷ কিন্তু তারপর থেকে ক্রমাগত মেক্সিকোর বাঁদিকের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল জার্মানিকে৷ বারবার প্রতিআক্রমণে জার্মান রক্ষণকে নাস্তানাবুদ করে দিচ্ছিলেন মেক্সিকান ফুটবলাররা৷ গতিশীল জার্মানদের পালটা গতিতেই মাত করল মেক্সিকো৷৩৪ মিনিটে সেই লোজানোয় দুর্দান্ত গোল করে এগিয়ে দিলেন আন্ডার-ডগদের৷ প্রথমে দুর্দান্ত ইনস্টেপে ধরাশায়ী হুমেলস এবং তারপরই দুর্দান্ত শটে বল জড়িয়ে দিলেন জার্মান জালে৷ শটের গতি এতটাই তীব্র ছিল যে কাছের পোস্টের শটও থামাতে পারলেন না জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার৷ তবে আক্রমণ যে শুধু মেক্সিকো শানিয়েছল তা কিন্তু নয়৷ সামি খেদেইরা, টিমো ওয়ার্নাররাও সুযোগ পেয়েছিলেন জার্মানির হয়ে গোল করার৷ কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার দুর্দান্ত গোলকিপিং বাঁচিয়ে দিল সবুজ জার্সিধারীদের৷ ৩৮ মিনিটে ক্রুসের ফ্রি-কিক যেভাবে বাঁচালেন ওচোয়া, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে৷ প্রথমার্ধে দু পক্ষের ফুটবলাররা মোট ১৭ টি শট রেখেছিলেন টার্গেটে৷ সুতরাং বলা যেতেই পারে এবছরের বিশ্বকাপের সেরা প্রথমার্ধ দেখল রাশিয়া৷
[জানেন, কেন ম্যাচ সেরার ট্রফি নিতে অস্বীকার করলেন মিশরের গোলকিপার?]
দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য প্রথমার্ধের তুলনায় কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় মেক্সিকো৷এক গোলে পিছিয়ে থাকা জার্মানিকে আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক মনে হচ্ছিল৷ ৬৪ মিনিটের মাথায় কিমিচের ওভারহেড কিক একটুর জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়৷ সুযোগ পান ড্র্যাক্সলার, রয়েস ওয়ার্নাররাও৷ তবে, দিনটা জার্মানদের ছিল না৷ কোনও কিছুই যেন ঠিক হলনা জোয়াকিম লো-র দলের জন্য৷ চেনা আগ্রাসন দেখাতে পারলেন না জার্মান ফুটবলাররা৷ বারবার আক্রমণেও এল না গোল৷ বরং প্রতিআক্রমণে বেশ কয়েকবার চাপে পড়ে গিয়েছিল জার্মান রক্ষণই৷ শেষ পর্যন্ত মেক্সিকোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হলেন ওজিল, মুলাররা৷ রক্ষণকে শক্ত করতে মেক্সিকোর কোচ অবশ্য বক্সে লোক বাড়িয়ে দেন৷ আক্রমণাত্মক ফুটবলারের বদলি হিসেবে মাঠে নামান অভিজ্ঞ রাফায়েল মারকেজকে৷ তৃতীয় ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলার অনন্য নজির গড়লেন মেক্সিকোর অধিনায়ক৷ জমাট রক্ষণ অটুট রেখে ম্যাচ শেষ করল মেক্সিকো৷ফলে এই প্রথম কোনও বড় টুর্নামেন্টে মেক্সিকোর কাছে হারতে হল জার্মানিকে৷
The post বিশ্বকাপে ফের অঘটন, মেক্সিকান ওয়েভে সলিলসমাধি জার্মান আগ্রাসনের appeared first on Sangbad Pratidin.