shono
Advertisement

FIFA World Cup: ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক ভারত, ফিফা-সৌদি আরব সাহায্য করবে?

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত?
Posted: 02:10 PM Dec 18, 2023Updated: 02:10 PM Dec 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের পর ২০৩৪। ফের একবার এশিয়ার বুকে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2034)। কাতারের (Qatar) পর এবার কাপযুদ্ধের আয়োজন সৌদি আরবে (Saudi Arabia) হতে চলেছে। তবে সেই বিশ্বকাপের কয়েকটি ম্যাচ ভারতের মাটিতেও আয়োজিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারশনের (All India Football Federation) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের আয়োজন করতে হলে কিন্তু ফিফা (FIFA) ও মূল আয়োজক দেশ সৌদি আরবের দিকে তাকিয়ে থাকতেই হবে।

Advertisement

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ ৪৮ দলের বিশ্বকাপ হতে চলেছে। যেখানে খেলা হবে ১০৪টি ম্যাচ।‌ ভারতের ইচ্ছা অন্তত ১০টি ম্যাচ যাতে তারা আয়োজন করতে পারে। ৯ নভেম্বর এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির তরফে একটি মিটিং আয়োজন করা হয়। সেখানেও এই বিষয়ে আলোচনা হয়েছে। যাতে সঠিক পরিকল্পনার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে ভারত যুগ্ম আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে পারে।

[আরও পড়ুন: ডার্বিতে হারের পরই বিস্ফোরক মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ]

গত মাসেই নিশ্চিত হয়ে গিয়েছে সৌদি আরবের ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়া। ফিফার তরফে বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর বিশ্বকাপের আয়োজক হওয়ার নিলামে অংশ নেওয়ার শেষ তারিখ ছিল। সেখানে সৌদি আরব ছাড়া আর কোন বিডার ছিল না। ফলে সৌদি আরবের ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।

গত ১৮ অক্টোবর এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে একটি জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছিল। যেখানে সকলে সৌদি আরবের আয়োজক হওয়ার বিষয়টিকে সমর্থন জানান। ভারতের তরফে ও সৌদি আরবের প্রতি সমর্থন জানানো হয়। জানা গিয়েছে ভারতের তরফে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের জানানো হয় যে তারা ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ আয়োজন ইচ্ছুক। তবে সবটাই নির্ভর করবে সৌদি আরব এবং ফিফার সিদ্ধান্তের উপর।

[আরও পড়ুন: ধোনিকে টপকে গেলেন কেএল রাহুল! ভারত অধিনায়ক হিসেবে কোন নজির গড়লেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement