-
- ফটো গ্যালারি
- Fifa world cup west bengal football fans praying for their favourite team
বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা, কলকাতা ময়দান নীল-সাদার দখলে, চন্দননগর যেন এক টুকরো ফ্রান্স
কোথাও আবার তৈরি হচ্ছে বিশ্বকাপের মিষ্টি।
Tap to expand
বিশ্বকাপের মঞ্চে শেষবারের জন্য নামছেন লিও মেসি। খেতাবি লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ কিলিয়ান এমবাপের ফ্রান্স। মহারণের আগে বাংলাজুড়ে ফুটবল জ্বর। হাওড়ার এক মিষ্টি ব্যবসায়ী বানিয়েছেন এই ক্ষীরের বিশ্বকাপ। ছবি: অমিয় পাত্র
Tap to expand
বাঙালির বিশ্বকাপ মানেই ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ। এবার ব্রাজিল ফাইনালে নেই। তাই ময়দানের দখল নিয়েছে নীল-সাদা ব্রিগেড। ছবি: পিন্টু প্রধান
Tap to expand
সেজেগুজে ময়দানে গিয়ে ফটোশুটের প্রস্তুতি আর্জেন্টিনা সমর্থক তরুণীর। তার আগে চলছে রূপটান। ছবি: পিন্টু প্রধান
Tap to expand
ময়দানে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। চলছে ট্রফিতে চুমু খাওয়া। ছবি: পিন্টু প্রধান
Tap to expand
শেষবারের জন্য মেসির হাতে বিশ্বকাপ দেখার আর্তি আর্জেন্টিনা ভক্তদের। পাশাপাশি চলছে মাতামাতি, ফটোশুট। ছবি: পিন্টু প্রধান
Tap to expand
কলকাতা ময়দান যখন মেসির জন্য ব্যাকুল, তখন চন্দননগর প্রার্থনা করছে ফ্রান্সের জন্য।
Tap to expand
ফ্রান্সের ভরসার জায়গা সেই এমবাপে। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছে সাবেক ফরাসভাঙা। মেসির স্বপ্ন ভেঙে কাপ আসবে ফ্রান্সেই, আশা চন্দননগরবাসীর।
Tap to expand
গোটা চন্দননগর সেজেছে ফ্রান্সের লাল-নীল রঙ্গে। কোথাও উড়ছে পতাকা। কোথাও এমবাপের আদলে তৈরি হচ্ছে মিষ্টি।
Published By: Subhajit MandalPosted: 11:15 AM Dec 18, 2022Updated: 11:15 AM Dec 18, 2022
কোথাও আবার তৈরি হচ্ছে বিশ্বকাপের মিষ্টি।