সুপর্ণা মজুমদার: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বাংলায় দেখা যাবে পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। বাংলায় এই ছবির নিষেধাজ্ঞা উঠতেই শুক্রবার কলকাতায় হাজির ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) টিম। সাংবাদিক বৈঠকে একদিকে যেমন খুশির কথা জানালেন, তেমনি ক্ষোভও প্রকাশ করলেন পরিচালক সুদীপ্ত সেন। এদিন সাংবাদিক বৈঠকে ছবির প্রযোজক বিপুল শাহ ও সুদীপ্ত সেন দুজনেই জানালেন, ”নিষেধাজ্ঞা তো উঠেছে। কিন্তু বাংলায় ডিস্ট্রিবিউটারদের ছবি না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে!” যদিও এসএসআর সিনেমাজের ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা জানান, এমন কোনও হুমকি তাঁরা অন্তত পাননি।
এদিন সাংবাদিক বৈঠকে সুদীপ্ত আরও জানান, ”আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবিটা দেখার অনুরোধ করেছি। উনি চাইলে আমি তাঁর সঙ্গে বসেও ছবিটা দেখতে পারি। সবার কাছে আবেদন, প্লিজ ছবিটা দেখুন। যেখানে যেখানে সিনেমা দেখানো হয়েছে কোনও ঝামেলা, অশান্তি হয়নি।”
প্রসঙ্গত, মে মাসের ৫ তারিখ মুক্তি পায় পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। ছবি মুক্তির তিন দিনের মাথায় অর্থাৎ ৮ মে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।” তারপরই বাংলায় এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
[আরও পড়ুন: ‘গ্রেপ্তার’ অমিতাভ ! পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট বিগ বি’র]
বাংলায় দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন, তাঁরা আইনি পথে হাঁটবেন। সেই সময় সুদীপ্ত জানিয়ে ছিলেন, ”এটা খুবই দুঃখজনক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি না দেখেই নিষিদ্ধ করেছেন। বাংলায় এই ছবি দেখানোর জন্য কোথাও, কোনওরকম সমস্যা হয়নি। এই ছবি নিষিদ্ধ করার নেপথ্যে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়।” এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবিটা দেখার অনুরোধও করেছিলেন তিনি।
সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ দেওয়ার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ”রাজ্য সরকার আশঙ্কা করেছিলেন, সমাজে প্রভাব পড়তে পারে এমন কিছু ঘটনা এতে বাজেভাবে দেখানো হয়েছে। তাই এটায় সরকার ব্যবস্থা নিয়েছে। আরেকটি রাজ্যেও এর প্রভাব পড়েছে। এবার কোর্ট বলেছে করা যাবে না। এবার রাজ্য সরকারের আর দায়িত্ব রইল না।