shono
Advertisement

২ বছরের যুদ্ধে ইতি, ‘মহল্লা আসসি’-কে ছাড়পত্র সেন্সরের

কাটল নিষেধের মেঘ। The post ২ বছরের যুদ্ধে ইতি, ‘মহল্লা আসসি’-কে ছাড়পত্র সেন্সরের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Jan 10, 2018Updated: 01:58 PM Jan 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক অবশেষে সিবিএফসি-র সবুজ সংকেত পেল সানি দেওল অভিনীত ছবি ‘মহল্লা আসসি’। ২ বছরের দড়ি টানাটানির পর মুক্তির ছাড়পত্র মেলায় স্বভাবতই খুশি পরিচালক ও ছবির কলাকুশলীরা। ছবির দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। ২০১৫-তে এমনই অভিযোগ উঠেছিল ‘মহল্লা আসসি’র বিরুদ্ধে। ছবিটির একটি ট্রেলার ইউটিউবে ছড়িয়ে যেতেই ঘটে বিপত্তি। অভিযোগ, ট্রেলারটিতে ছবির কলাকুশলীরা নিঃসঙ্কোচে যেসব কথাবার্তা বলছিলেন তা আপত্তিজনক। তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এরপরই ছবিটি নিষিদ্ধের দাবি তোলে বিভিন্ন সংগঠন। সংশ্লিষ্ট ছবিকে কেন্দ্র করে ওই বছরই আদালতে যায় বজরং দল। একই সঙ্গে অভিনেতা সানি দেওল ও পরিচালক ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বিরুদ্দে থানায় অভিযোগও দায়ের হয়। এই ঘটনার পরেই মুখ খোলেন ছবির অভিনেতা রবি কিষেণ। বলেন, ইউটিউবে ফাঁস হয়ে যাওয়া ট্রেলারটি অনুমোদিত নয়। এমনকী, কলাকুশলীদের বক্তব্যও অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এরপরেই ২০১৫-র জুন মাসে ‘মহল্লা আসসি’র উপরে স্থগিতাদেশের নির্দেশিকা জারি করে দিল্লি হাই কোর্ট।

Advertisement

[হৃতিকের জন্মদিনে এ কেমন বার্তা দিলেন প্রাক্তন স্ত্রী সুজান?]

যাই হোক, দুবছরের দড়ি টানাটানির পর অবশেষে ছাড়পত্র পাওয়ায় পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। পরিচালক-সহ গোটা ‘মহল্লা আসসি’র টিমকেই শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ফিল্ম সমালোচক ব্রহ্মত্বজয়। দুবছরের দীর্ঘ যুদ্ধে জিতেছে’মহল্লা আসসি’। টুইটবার্তায় পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

[সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় এবার আসছে ‘কেদারা’]

উল্লেখ্য, প্রখ্যাত লেখক কাশীনাথ সিংহ রচিত ‘কাশী কা আসসি’ বইটি অবলম্বনেই ‘মহল্লা আসসি’ ছবির প্রেক্ষাপট সাজানো হয়েছে। গল্পও তাই। ওই নামে কাশীতে একটি মহল্লাও রয়েছে। লেখকের বর্ণনামাফিক ছবিতে সেই দৃশ্যগুলোই বুনেছেন পরিচালক দ্বিবেদী। মহল্লাটির বাসিন্দাদের দৈনন্দিন জীবন, তাদের ধূমপান করার অভিনব কৌশল, তাদের কথাবার্তার ধরন, আলোচনার বিষয় সবকিছুই ছবিতে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। দক্ষিণ বারাণসীর আসসি ঘাট স্থানীয়দের কাছে একটা জনপ্রিয় জায়গা। সেই জায়গায় আদি অকৃত্রিম স্বাদকেই নির্ভেজালভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে অভিনয় করছেন সানি দেওল, সাক্ষী তনওয়ার, রবি কিষেণ প্রমুখ। সংস্কৃত শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন সানি।

[রূপকথা নয়, বাস্তবের কাঠিন্যে রক্তাক্ত ‘পরি’ অনুষ্কা]

The post ২ বছরের যুদ্ধে ইতি, ‘মহল্লা আসসি’-কে ছাড়পত্র সেন্সরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement