সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মফেয়ার (Filmfare) অ্যাওয়ার্ডের মঞ্চে উসকে দিল ইরফান খান ও সুশান্ত সিং রাজপুতের স্মৃতি।গত বছর অপ্রত্যাশিতভাবেই যাঁদের হারিয়েছিল ছবির জগৎ।অনুরাগীদের চোখের জলে বিদায় নিয়েছিলেন দুই অসামান্য অভিনেতা। সাদামাটা চেহারা নিয়ে খানেদের ভিড়ে অন্যরকমভাবে নিজেকে প্রতিষ্ঠা করা সেই ইরফানকেই (Irrfan Khan) মরণোত্তর সেরা অভিনেতার সম্মান জানাল ফিল্ম ফেয়ার। ‘দিল বেচারা’ ছবির জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার হাতে নিয়ে সুশান্তকে (Sushant Singh Rajput) ধন্যবাদ জানালেন ফারহা খান।
শনিবার মুম্বইয়ে সেরা অভিনেত্রী হিসেবে ব্ল্যাক লেডি হাতে তুললেন তাপসী পান্নু। ‘থাপ্পড়’ ছবির জন্য সেরার পুরস্কার পেলেন তিনি। ২০২০ সালের সেরা ছবির শিরোপাও পেল ‘থাপ্পড়’। ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান। পাশাপাশি তাঁকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়। ক্রিটিক চয়েজের তালিকায় ‘গুলাবো সিতাবো’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠল অমিতাভ বচ্চনের হাতে।
[আরও পড়ুন: ‘মন কি বাতে’ নারীশক্তির জয়জয়কার, মিতালি-সিন্ধুদের অভিনন্দন জানালেন মোদি]
সম্প্রতি ঘোষিত হয়েছে জাতীয় পুরস্কারের তালিকা। যেখানে সেরা ছবির শিরোপা পেয়েছে প্রয়াত সুশান্তের ‘ছিঁছোড়ে’। ফিল্মফেয়ারের মঞ্চে তাঁর ছবি পুরস্কৃত না হলেও ঘুরেফিরে উঠে এল তাঁর কথা। আজও তাঁকে মিস করে সিনেদুনিয়া। তাই তো সেরা কোরিওগ্রাফারের পুরস্কারটি হাতে নিয়েই ফারহা খান বললেন, “সুশান্তই আমার কাজটা সহজ করে দিয়েছিল। এই পুরস্কার জয়ের কৃতিত্ব ওরই।”
একনজরে দেখে নিন কোন তারকা কোন পুরস্কার পেলেন:
সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা ছবি (ক্রিটিক): প্রতীক ভাটস (ইব আলে ও! Eeb Allay Ooo!)
সেরা অভিনেত্রী (ক্রিটিক): তিলোত্তমা সোম (স্যর)
সেরা সহ-অভিনেতা: সইফ আলি খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা সহ-অভিনেত্রী: ফারোখ খান (গুলাবো সিতাবো)
সেরা কাহিনী: অনুভব সুশীলা সিনহা ও ম্রুণময়ী লাগো ওয়াইকুল (থাপ্পড়)
সেরা স্ক্রিনপ্লে: রোহেনা গেরা (স্যর)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
সেরা ডেবিউ পুরুষ পরিচালক: রাজেশ কৃষ্ণণ (লুটকেস)
সেরা ডেবিউ মহিলা পরিচালক: আলায়া (জওয়ানি জানেমন)
সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো)
সেরা লিরিক্স: গুলজার (ছপাক)
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাঘব চৈতন্য (থাপ্পড়)
সেরা মহিলা প্লেব্যাক গায়ক: আশিস কৌর (মলঙ্গ)
সেরা শর্টফিল্ম (ফিকশন): অর্জুন