shono
Advertisement

সিমেন্ট কেনার নাম করে অনলাইনে প্রতারণা! মাথায় হাত ব্যবসায়ীর

ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের।
Posted: 09:04 PM Dec 21, 2023Updated: 09:04 PM Dec 21, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: সিমেন্ট কেনার নাম করে প্রতারণা। প্রতারিত এক বিল্ডার্সের দোকানের মালিক। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরে।

Advertisement

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, এক ব্যক্তি স্কুলের নাম করে ফোন করেন ওই বিল্ডার্সের মালিককে। দশ বস্তা সিমেন্ট পাঠাতে বলা হয়। জানানো হয়, অনলাইনে টাকা পাঠাচ্ছেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি ফোন করে দোকান মালিককে জানান, তিনি ভুল করে ১০ বস্তা সিমেন্টের দামের বদলে তিরিশ হাজার টাকা পাঠিয়ে ফেলেছেন। এর পর হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশটও পাঠান। বলেন, সিমেন্টের দাম রেখে বাকি টাকা ফেরত দিতে। দোকান মালিক অ্যাকাউন্ট চেক না করেই মোট তিনবারে ২৬ হাজার টাকা ফেরতও পাঠিয়ে দেন।

[আরও পড়ুন: আগামী সপ্তাহে চাকলা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি]

এর পর দোকান মালিক নিজের অ্যাকাউন্ট চেক করতেই চক্ষুচড়ক গাছ! দেখেন, তাঁর অ্যাকাউন্টে কোনও টাকাই ঢোকেনি। এর পর টাকা চাইতেই উলটে ওই দোকান মালিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তখন তিনি বুঝতে পারেন যে, প্রতারিত হয়েছেন। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত নেমেছে পুলিশ প্রশাসন।

[আরও পড়ুন: তৃণমূল নেতা ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement