সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ নিয়ে মন্তব্য করে এবার বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান, ইউটিউবার বীর দাস (Vir Das)। সম্প্রতি ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে ৭ মিনিটের মনোলগ তুলে ধরেন। আর সেই ভিডিও শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে। আর সেখানেই ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের মনোভাব পোষণ করেন বীর দাস। বীরের পারফরম্যান্সে উঠে এল রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তাবাদের কথা। এমনকী, মহিলাদের উপর ধর্ষণ, নির্যাতনের মতো ঘটনাও বীর তুলে আনলেন তাঁর বক্তব্য়ে।
এই ভিডিওয় বীরকে বলতে শোনা যায়, ‘আমি দ্বিখন্ডিত ভারতের নাগরিক। দ্বিখন্ডিত কেন জানেন? কারণ, আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে গণধর্ষণ।’
বীর দাসের এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সব মহলে। এমনকী, বীর দাসের বিরুদ্ধে দিল্লির তিলক মার্গ থানায় এফআইআরও দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন: ‘সবই মায়া, তাই ত্যাগ করতেই হবে!’, ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রীলেখা ]
বীর দাসের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে নেটিজেনরা, বীরকে দেশে না ফেরার পরামর্শই দিয়েছেন। এমনকী, অনেক নেটিজেনরা বীর দাসকে বলেছেন, ‘এটা কি আপনার পরিবারের গল্প?’
বীর দাসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কঙ্গনা রানাউতও (Kangana Ranaut)। বীর দাসকে ‘অপরাধী’ বলেও আখ্যা দিয়েছেন কঙ্গনা। তাঁর কথায়, ‘বীর দাসের এমন মন্তব্য মোটেও সমর্থন করা যায় না।’ অন্যদিকে, বিতর্ক ওঠার পর বীর দাস নতুন একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ‘প্রত্যেকটি বক্তব্যের একটি ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। আমার বক্তব্য়েও সেটা ছিল। দয়া করে এডিট ভিডিও দেখে কোনও মন্তব্য করবেন না।’
তবে বীর দাসের এই মন্তব্য়ে গেরুয়া শিবির ক্ষোভ প্রকাশ করলেও, বীরের এই মন্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেসের দুই নেতা কপিল সিব্বল ও শশী থারুর। তাঁদের কথায়, ‘বীর আসলে দেশের লক্ষ লক্ষ মানুষের মনের কথা সামনে এনেছেন।’