shono
Advertisement

Breaking News

swastika mukherjee

'বোকাদের থেকে দূরে থাকব', নতুন বছরে নতুন রেজোলিউশন স্বস্তিকার

নতুন বছরে নতুন বার্তা স্বস্তিকার।
Published By: Akash MisraPosted: 03:34 PM Jan 03, 2025Updated: 03:35 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য পা রেখেছেন ৪৪-এ। নাহ, স্বস্তিকা মুখোপাধ্যায়, সেসব নারী বা নায়িকাদের মধ্যে পড়েন না, যাঁরা বয়সকে গোপন রাখেন। আর তাই তো জন্মদিনে সোশাল মিডিয়ায় ফলাও করে বলে দিলেন, তাঁর আসল বয়স। আর এবার টলিউডের ঠোঁটকাটা বলে পরিচিত স্বস্তিকা নতুন বছরের শুরুতেই বুঝিয়ে দিলেন, নতুন বছরে তাঁর জীবন ছক। বিশেষ করে কাদেরকে তিনি এই বছরে এড়িয়ে চলতে চান, তার ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে স্বস্তিকা কয়েকটি ছবি পোস্ট করেন। আর সেই ছবিতেই যে টিশার্টটি তিনি পরেছেন, তাতে লেখা রয়েছে 'Allergetic to Idiots'। এই লেখার মধ্যে দিয়েই যেন নতুন বছরে নতুন বার্তা দিলেন স্বস্তিকা।

স্বস্তিকা টলিউড থেকে বলিউড, সিনেমা থেকে সিরিজ কাঁপিয়ে যাচ্ছেন নিয়মিত। ২৪ বছরের তাঁর কেরিয়ার। অভিনয়ে আসা সেই ২০ বছর বয়স থেকে কিন্তু দেখুন, এখনও তাঁর মধ্যে রয়েছে ভালো চরিত্রের খিদে, ভালো সিনেমার জন্য এখনও তিনি পাড়ি দেন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম। স্বস্তিকার কথায়, অভিনেত্রী হিসেবে নিজেকেও আরও পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যেকোনও কোথাও যাওয়াই যায়।

কয়েকদিন আগে স্বস্তিকা একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছিলেন, ''২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনও চরিত্রের জন্য। যা আমাকে আরও সমৃদ্ধ করবে। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি ইনস্টাগ্রামে স্বস্তিকা কয়েকটি ছবি পোস্ট করেন।
  • স্বস্তিকা টলিউড থেকে বলিউড, সিনেমা থেকে সিরিজ কাঁপিয়ে যাচ্ছেন নিয়মিত।
Advertisement