shono
Advertisement

অনলাইনে দেদার বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো, দায়ের এফআইআর

বিকোচ্ছে বোতলে 'গণেশ'-এর ছবি দেওয়া বিয়ারও। The post অনলাইনে দেদার বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো, দায়ের এফআইআর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Feb 22, 2017Updated: 11:43 AM Feb 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে গত কয়েকদিন ধরে একাধিকবার ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের প্রতি অবমাননামূলক দ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে বিতর্কের পারদ চড়ছিল। কিন্তু সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে অবস্থা এমন পর্যায়ে পৌঁছল যে দুটি মার্কিন অনলাইন বানিজ্যিক সংস্থার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।

Advertisement

গত কয়েকদিন ধরে অনলাইনে রমরমিয়ে বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো। শুধু তাই নয়, বিয়ারের বোতলের গায়ে সিদ্ধিদাতা গণেশের ছবি লাগিয়েও বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। আর এরই বিরোধিতায় দুটি এফআইআই দায়ের করা হয়েছে দুটি অনলাইন মার্কিন বানিজ্যিক সাইটের বিরুদ্ধে। ভারত স্কাউট অ্যান্ড গাইডের নরেশ কদ্যান প্রথম এফআইআরটি দায়ের করেন। অনলাইন সংস্থার বিরুদ্ধে দ্বিতীয় এফআইআরটি দায়ের হয় দিল্লির প্রশান্ত বিহার থানায়।

(এখনই বাজারে আসছে না নয়া ১০০০ টাকার নোট)

ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং আইনের অবমাননার জন্য yeswevibe.com এবং lostcoast.com নামের দুটি অনলাইন শপিং পোর্টালের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

The post অনলাইনে দেদার বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো, দায়ের এফআইআর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement