shono
Advertisement

সলমন ভক্তদের বিরুদ্ধে FIR, ‘টাইগার ৩’ চলাকালীন প্রেক্ষাগৃহে দক্ষযজ্ঞ! আটক ২

কোথায় ঘটল এমন ঘটনা?
Posted: 12:53 PM Nov 13, 2023Updated: 12:53 PM Nov 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের (Salman Khan) ‘দিওয়ালি বাম্পার’ নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ যে তুঙ্গে, তা আগেভাগেই টের পাওয়া গিয়েছিল। রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাইজান ভক্তদের সেলিব্রেশনের টুকরো টুকরো দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল। এমনকী ‘টাইগার ৩’ (Tiger 3) চলাকালীন প্রেক্ষাগৃহের অন্দরে শব্দবাজিও ফাটানো হয়! আর সেই কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হতেই আইনি বিপাকে সলমন ভক্তরা।

Advertisement

‘টাইগার ৩’ সিনেমার স্ক্রিনিংয়ের সময়ে মহারাষ্ট্রের নাসিকের এক হলে দেদার শব্দবাজি ফাটাতে শুরু করেন একদল ব্যক্তি। একপ্রকার দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিলেন ওই ভাইজান ভক্তরা। আচমকা প্রেক্ষাগৃহের অন্দরে এমন কাণ্ডকারখানা দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাকি দর্শকরা। শুরু হয় হুড়োহুড়ি! কেউ কেউ আবার শব্দবাজির বিকট আওয়াজে আতঙ্কে গুটিয়ে যান। মালেগাঁওয়ের মোহন সিনেমা হলের এমন ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে। এর পরই এফআইআর দায়ের হয়।

[আরও পড়ুন: মেয়ে লক্ষ্মীর ‘বরপুত্রী’! দীপাবলিতেই দেবীর প্রথম জন্মদিন, আপ্লুত বিপাশা কী বলছেন?]

জানা গিয়েছে, ‘টাইগার ৩’ ছবিতে যখন সলমন খান এন্ট্রি নিচ্ছিলেন, সেই অ্যাকশন সিকোয়েন্স দেখেই ভক্তরা চিৎকার করতে শুরু করে। পাশাপাশি দেদার শব্দবাজি ফাটানোও শুরু হয়। এমন কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য বড় কোনও বিপদ হতে পারত বলেও দাবি তুলেছেন অনেকে। আপাতত পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কেন হল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ করেনি? সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট ওই সিনেমা হলের বিরুদ্ধে সংবিধানের ১১২ ধারায় চবনী পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই আটক দুই ব্যক্তি।

[আরও পড়ুন: শতবর্ষে বড়মার পুজো, ব্যস্ত শিডিউলেও মায়ের টানে নৈহাটিতে হাজির শ্রাবন্তী-শ্রুতিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement