shono
Advertisement

ইরফান খান ও ঋষি কাপুরকে নিয়ে অপমানজনক টুইট, কেআরকে’র বিরুদ্ধে দায়ের অভিযোগ

কেআরকে'র এই টুইট নিয়ে আগেই তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। The post ইরফান খান ও ঋষি কাপুরকে নিয়ে অপমানজনক টুইট, কেআরকে’র বিরুদ্ধে দায়ের অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:59 AM May 22, 2020Updated: 11:59 AM May 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাসের শেষের দু’টো দিন গোটা বিশ্বের সিনেমা প্রেমীদের জন্য বয়ে আনে দুঃসংবাদ। ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। আর তারপর দিনই পরপারে চলে যান ঋষি কাপুর। পরপর দুই তারকার প্রয়াণে যখন শোকস্তব্ধ গোটা ভারত, তখনই স্বভাবসিদ্ধভাবেই আলটপকা মন্তব্য করে বসেন বিতর্কিত অভিনেতা কমল আর খান। দুই অভিনেতাকে নিজের টুইটার পোস্টে রীতিমতো অপমান করেন তিনি। সেই টুইটের বিরুদ্ধেই এবার দায়ের হল এফআইআর।

Advertisement

২০ মে, বুধবার কেআরকে’র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। যুব সেনার মূল কমিটির সদস্য রাহুল কানাল এই অভিযোগ দায়ের করেন। ঋষি কাপুরের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই কেআরকে যে টুইটটি করেন, তা রীতিমতো অপমানকর। টুইটারে তিনি লেখেন, তাঁর মৃত্যুর সংবাদ সামনে আসার মাত্র কয়েক ঘন্টা আগে করা হয়েছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ এপ্রিল ঋষি কাপুরকে হাসপাতালে ভরতি করার কথা ঘোষণা করেন কেআরকে। কিন্তু সেই টুইটে তিনি এমন একটি কথা লেখেন, যা ক্ষমার অযোগ্য। এমনই মত নেটিটেনদের। তিনি লেখেন, ‘শীঘ্রই ওয়াইন শপ খোলা হবে। এই সময় ঋষি কাপুরের মারা যাওয়া উচিত নয়।’ অভিনেতার এমন মন্তব্যের পরই ফুঁসে ওঠেন নেটিজেনরা। পরপর কেআরকে’র বিরুদ্ধে পোস্ট করতে থাকেন তাঁরা।

[ আরও পড়ুন: ফের কাপুর পরিবারে করোনার থাবা, আক্রান্ত বনি-জাহ্নবীর আরও দুই পরিচারক ]

এখানেই শেষ নয়। বিতর্কিত এই অভিনেতা ইরফান খানের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেন। ইরফানের বিরুদ্ধে তিনি লেখেন, ‘ইরফান খান তাঁর প্রযোজকদের সঙ্গে ঠিক করেননি। তিনি প্রযোজকদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু অনেক ছবির শুটিং শেষ করেননি।’ পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কমল আর খানের বিরুদ্ধে প্রয়াত দু’জন অভিনেতা সম্পর্কে ভারতীয় দণ্ডবিধি ২৯৪ ধারায় (সর্বসমক্ষে অশালীন কাজ বা শব্দপ্রয়োগের জন্য শাস্তি) এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’

২৯ এপ্রিল বুধবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। কোলনে ইনফেকশনের কারণে প্রয়াত হন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মেলে দুঃসংবাদ। বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবার, ৩০ এপ্রিলই চিরনিদ্রায় চলে যান ঋষি কাপুর। অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি ছিলেন তিনি। মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। আইসিইউতেই রাখা হয়েছিল প্রবীণ বলিউড অভিনেতাকে।

[ আরও পড়ুন: ‘সব বিপর্যয় আমরা কাটিয়ে উঠব’, কঠিন সময়ে ভরসা জোগাচ্ছেন টলিউড তারকারা  ]

The post ইরফান খান ও ঋষি কাপুরকে নিয়ে অপমানজনক টুইট, কেআরকে’র বিরুদ্ধে দায়ের অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement