shono
Advertisement

বিদ্যাসাগরের মূর্তিভঙ্গে অমিত শাহ’র বিরুদ্ধে FIR, বিকেলে ধিক্কার মিছিলে মমতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ বিমান বসু, সীতারাম ইয়েচুরির৷ The post বিদ্যাসাগরের মূর্তিভঙ্গে অমিত শাহ’র বিরুদ্ধে FIR, বিকেলে ধিক্কার মিছিলে মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:39 AM May 15, 2019Updated: 01:04 PM May 15, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগর কলেজে ভাঙচুরের মতো নিন্দনীয় ঘটনার নেপথ্যে সরাসরি বিজেপি সর্বভারতীয় সভাপতির মদত আছে৷ বুধবার এই মর্মে আর্মহার্স্ট স্ট্রিট থানায় অমিত শাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা৷ মঙ্গলবার সন্ধেয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১১৬ জন বিজেপি কর্মী, সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছেন উত্তর কলকাতায় দলের জেলা সভাপতি দীনেশ পাণ্ডে৷ তাদের আজ ব্যাংকশাল আদালতে পেশ করা হবে৷ তাই আদালত চত্বর সকাল থেকেই নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: কাদের হাতে চূূর্ণ বিদ্যাসাগর মূর্তি? ভাইরাল ভিডিও-তে স্পষ্ট গেরুয়াধারীদের তাণ্ডব]

অন্যদিকে,বুধবার ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাবেন নেতারা৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অমিত শাহর রোড শো ঘিরে পুলিশের ভূমিকার কঠোর নিন্দা ইতিমধ্যেই জানিয়েছেন বিজেপি রাজ্যস্তরের নেতারা৷ সেসবই ফের রাজ্যপালের দরবারে তাঁরা তুলে ধরতে পারেন বলে সূত্রের খবর৷  

গতকাল কলেজ স্ট্রিট থেকে অমিত শাহর রোড শো বিধান সরণির দিকে এগোতেই  বিদ্যাসাগর কলেজের সামনে ধুন্ধুমার বেঁধে যায় টিএমসিপি সদস্যদের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মী, সমর্থকদের৷ কলেজের সান্ধ্যকালীন ক্লাস চলাকালীন ভিতরে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়৷ দরজা, জানলা, ক্লাসরুমের ক্ষতি করার পাশাপাশি ভেঙে টুকরো করে ফেলা হয় ঐতিহ্যবাহী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি৷ আর এসবের পিছনে অমিত শাহর রোড শো-কেই দায়ী করছে তৃণমূল ছাত্র পরিষদ৷ তাঁদের অভিযোগ, বিজেপি সর্বভারতীয় সভাপতির সামনেই এমন তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মী, সমর্থকরা৷ তিনি নীরব ছিলেন৷ তাই তাঁর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে৷

[আরও পড়ুন: ‘বিজেপির কাজে আমরা লজ্জিত, ক্ষমাপ্রার্থী’, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তীব্র শ্লেষ মমতার]

এদিকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ বিকেলে ধিক্কার মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেলেঘাটার গান্ধী ভবন থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি হয়ে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হবে৷ সাড়ে চারটে নাগাদ শুরু হওয়া মিছিলে বিভিন্ন মনীষীর ছবি হাতে হাঁটবেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই জেলায় জেলায় তৃণমূলের তরফে ধিক্কার মিছিল শুরু হয়েছে৷ অপরদিকে, ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে রাজ্য বামফ্রন্টও৷ বুধবার সকালে এনিয়ে পথে নেমেছেন বিমান বসু, সীতারাম ইয়েচুরিরা৷ কলেজ স্কোয়ারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদে সরব হন তাঁরা৷ বিমান বসুর কথায়, ‘বহু ইতিহাস, সংস্কৃতি বিজড়িত কলেজে ভাঙচুর, মূর্তি ভাঙার পিছনে কারা দায়ী, তা স্পষ্ট নয়৷ ঘটনার প্রকৃত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত৷’ সবমিলিয়ে, শেষ দফায় শহরে ভোটের আগে বিদ্যাসাগর মূর্তি চুরমার হওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ 

The post বিদ্যাসাগরের মূর্তিভঙ্গে অমিত শাহ’র বিরুদ্ধে FIR, বিকেলে ধিক্কার মিছিলে মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement