নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: শুক্রবার ফের হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটল। এদিন দুপুরে হঠাৎই আগুন লেগে যায় ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং-এর তিন তলার কার্নিসে জমে থাকা আবর্জনার স্তূপে। ওই তলেই রয়েছে হাসপাতালের ডায়ালিসিস ইউনিট। দমকলের দু’টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে দমকল পৌঁছনোর আগেই হাসপাতাল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন হাসপাতাল সুপার ভাষ্কর চক্রবর্তী ও ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস। দমকল কর্মীরা এসে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। দমকল সূত্রে জানা গিয়েছে, তিন তলার বাইরের কার্নিসে জমে থাকা আবর্জনার স্তূপে কোনওভাবে আগুনের ফুলকি পড়ার ফলেই আগুন লেগেছে। ওয়ার্ডের ভিতরে বা ডায়ালিসিস ইউনিটের কোনও খতি হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
হাসপাতাল সুপার ভাষ্কর চক্রবর্তী বলেন, “খবর পেয়ে ছুটে এসে দেখি হাসপাতালের কর্মীরাই অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তাছাড়া দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভায়। কোনও রোগীকে অন্যত্র স্থানান্তরিত করতে হয়নি।” পুরপ্রধান উত্তম দাস বলেন, কোনও ক্ষয়ক্ষতি না হলেও এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেই দিকে কর্তৃপক্ষকে সদা সতর্ক থাকতে হবে।
The post ব্যারাকপুরের মহকুমা হাসপাতালে আগুন appeared first on Sangbad Pratidin.