নিরুফা খাতুন: বড়বাজারের (Burrabazar) কটন স্ট্রিটে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। বহুতলের পাঁচতলায় রয়েছে ওই গুদামটি। আগুন লাগায় কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা ৪০ নাগাদ কটন স্ট্রিট এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। ছ’তলা ভবনের পাঁচ তলায় রয়েছে কাপড়ের গুদামটি। ধোঁয়া দেখা মাত্র দমকলে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি গাড়ি। আগুন যাতে আশপাশের বাড়িগুলিতে না ছড়ায় তার চেষ্টা চালাচ্ছে্ন দমকল কর্মীরা।
[আরও পড়ুন: শেষ পর্যায়ে হঠাৎ বিপত্তি! উত্তরকাশীতে ফের থমকে গেল উদ্ধারকাজ, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী]
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাপড় এবং অন্য দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। গোটা এলাকায় একাধিক কাপড়ের দোকান থাকায় চিন্তায় প্রশাসন। আগুন ছড়িয়ে পড়লে বিপদ বাড়বে বলেই মনে করা হচ্ছে। আশঙ্কায় স্থানীয় সরাচ্ছে প্রশাসন।