সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহা ষষ্ঠীর দুপুরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক৷ দমদমগামী মেট্রোর বগিতে ধোঁয়া দেখে ট্রেন থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে অন্যান্য ট্রেন৷ তবে খুবই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ আতঙ্কিত যাত্রীদের মাইকিং করে আশ্বস্ত করা হয় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে৷
[পুজোয় নাশকতা রুখতে ডিউটিতে রোজা, ভেনাসরা]
পঞ্চমীর পর ষষ্ঠীতেও মেট্রো বিভ্রাট৷ রবিবার দমদম মেট্রো স্টেশনে পাঞ্চিং মেশিনে গন্ডগোল হয়। ষষ্ঠীর দিন ফের সেন্ট্রালের মতো একটি গুরুত্বপূর্ণ স্টেশনে আতঙ্ক সৃষ্টি হল। এদিন দুপুর সোয়া দুটো নাগাদ ভিড়ে ঠাসা সেন্ট্রাল স্টেশনে আগুন আতঙ্ক ছড়ায়৷ দমদমগামী মেট্রোর বগি থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। চাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে শুনে যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন। তড়িঘড়ি মেট্রো স্টেশন থেকেও বেরোতে চেষ্টা করেন যাত্রীরা৷ হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ মেট্রো স্টেশনে পুলিশ আধিকারিকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন৷ সেন্ট্রাল মেট্রো স্টেশনে ছুটে আসে দমকল বাহিনী ও বউবাজার থানার পুলিশ। মেট্রো কর্মীরা মাইকে সকলকে বলতে থাকেন, আপনারা ভয় পাবেন না। আস্তে আস্তে বেরোন। অবশেষে বিকল্প পথে যাত্রীদের মেট্রো স্টেশন থেকে বের করে দেওয়া হয়৷
[পুজোয় শহরে নাগরদোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১]
কী কারণে ট্রেনে আগুন লাগল, এথনও তা জানা যায়নি৷ ওই ট্রেনের বগিটি পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছে৷ মেট্রো কর্তৃপক্ষের ধারণা, লাইনে কোনও গণ্ডগোল থেকে ধোঁয়া বেরিয়ে আসতে পারে৷ এই ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক মেট্রো পরিষেবা ব্যাহত হয়৷ পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা৷
The post মেট্রোর বগিতে ধোঁয়া, আগুন আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের appeared first on Sangbad Pratidin.