shono
Advertisement

চাঁদনি চকে ফের অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।
Posted: 11:09 AM Nov 11, 2023Updated: 12:28 PM Nov 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। চাঁদনি চকের বহুতলে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। চলছে আগুন নেভানোর কাজ। 

Advertisement

শনিবার ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৩৫ মিনিট হবে। সেই সময় চাঁদনি চক মার্কেট কমপ্লেক্স এলাকার একটি বহুতল থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

[আরও পড়ুন: ষাটোর্ধ্বর সঙ্গে ঊনিশের তরুণীর ‘পরকীয়া’! পরিবারের অমতে এ কী করল যুগল?]

ধোঁয়া বেশি থাকায় মাস্ক পরে ওই বহুতলে ঢোকেন দমকল কর্মীরা। ভিতরে ঢোকেন দুজন। শুরু হয় আগুনের উৎস খোঁজার কাজ। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে, বহুতলে আগুন লাগায় আতঙ্কিত আবাসিকরা। চলছে বহুতল ফাঁকা করার কাজ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: কলকাতা থেকে ওড়িশাগামী বাসে আগুন, প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ যাত্রীদের, মৃত ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement