shono
Advertisement

ছিদ্র থেকে বেরিয়ে এল গলন্ত অগ্নিপিণ্ড! মধ্যরাতে বোকারোর ইস্পাত কারখানায় ছড়াল আগুন

কেন লাগল আগুন?
Posted: 02:03 PM Jun 30, 2023Updated: 02:03 PM Jun 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে গলন্ত অগ্নিপিণ্ড! এমনই ভয়ংকর বিধ্বংসী আগুন লাগল ঝাড়খণ্ডের বোকারোর ইস্পাত কারখানায় (Bokaro Steel plant)। শুক্রবার মধ্যরাতে এমনই ঘটনাকে ঘিরে সৃষ্টি হল চাঞ্চল্য। পরে দমকলের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। যদিও এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় কোনও প্রাণহানির কথা জানা যায়নি।

Advertisement

ঠিক কী হয়েছিল? গলন্ত ইস্পাত রাখার আধারে ছিদ্র হয়ে গিয়েছিল। আর সেখান থেকেই বেরিয়ে আসতে থাকে গলন্ত অগ্নিপিণ্ড! ক্রমেই আগুন ছড়িয়ে পড়তে থাকে কারখানার অন্যত্রও। দ্রুত খবর যায় দমকলে। আগুন নেভাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে দমকল কর্মীদের। আসলে কারখানার ভিতরে থাকা বৈদ্যুতিন সামগ্রীর কারণে আগুন খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে যাচ্ছিল।

[আরও পড়ুন: আর নগদে লেনদেন নয়! পঞ্চায়েতে দুর্নীতি ঘোচাতে বড়সড় উদ্যোগ মোদি সরকারের]

তবে যেহেতু দুর্ঘটনার সময় কোনও কর্মী সেখানে ছিলেন না, তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। তবে শনিবার সকালেও ধোঁয়া বেরতে দেখা গিয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। ১ হাজার কর্মী কাজ করে সব মিলিয়ে ১০ হাজার একর জমির উপরে অবস্থিত বোকারোর এই কারখানায়।

[আরও পড়ুন: ‘মানুষের সেবা করতে চাই’, রাজনীতি নামছেন প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement