shono
Advertisement

Breaking News

ভোররাতে দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Posted: 08:48 AM Feb 12, 2019Updated: 10:02 AM Feb 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লির কারোলবাগ এলাকার একটি অভিজাত হোটেলে৷ এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২৭টি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা৷ ন’জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ সূত্রের খবর, আতঙ্কে হোটেলের চার তলা থেকে ঝাঁপ দিয়েছেন অনেকে৷ কীভাবে আগুন লাগল তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন দমকল কর্মীরা৷

Advertisement

[“এই ইভিএমে ভোট হলে লন্ডনেও ফুটবে পদ্ম”, শিব সেনার নয়া কটাক্ষ ]

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে রাতে কারোলবাগ এলাকার প্রসিদ্ধ হোটেল অর্পিত প্যালেস থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা৷ যত সময় গড়ায় ওই ধোঁয়া গাঢ় থেকে গাঢ়তর হয়৷ পাল্লা দিয়ে বাড়ে আগুনের লেলিহান শিখা৷ ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই হোটেলের মধ্যে থাকা মানুষজনকে বাইরে বের করে আনার চেষ্টা শুরু করেন স্থানীয়রা৷ কিন্তু ক্রমশই আগুন বাড়তে থাকায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা৷ তাঁরা ভিতরে আটকে পড়া বেশ কয়েক জনকে বাইরে বের করে আনেন৷ কিন্তু হোটেলের বেশির ভাগ অংশে আগুন ছড়িয়ে পড়ায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ ফলে আরও অনেকে ভিতরে আটকে যায় বলে সূত্রের খবর৷

[টুইটারে ভারতের দ্রুততম ট্রেনের ‘নকল’ ভিডিও পোস্ট, বিতর্কে রেলমন্ত্রী]

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আতঙ্কের বশে কয়েকজন হোটেলের বিভিন্ন তল থেকে নীচে ঝাঁপ দেয়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৯৷ গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ অথবা গ্যাস লিক করেও আগুন লাগতে পারে৷ এখন কিছুটা আয়ত্তে এসেছে আগুন৷ তবে জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement