সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধ্যেবেলা লোকাল ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল খড়দহ স্টেশনে। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে। এদিন ৭.৫০ মিনিটের আপ বজবজ-নৈহাটি লোকালের ইঞ্জিনের কামরায় হঠাৎই আগুন লেগে যায়। ট্রেন তখন খড়দহ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ঘটনার খবর ছড়াতেই ছোটাছুটি শুরু হয়ে যায় স্টেশন চত্বরে। দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা। ঘটনাস্থলে আনা হয় দমকলের দুটি ইঞ্জিন। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডার্বির রেশ কাটল না বাগানের, গোলশূন্য ড্র মুম্বই ম্যাচও
বুধবারের সন্ধ্যা। স্বভাবতই যাত্রীতে ঠাসা ছিল স্টেশনচত্বর। ট্রেনেও উপচে পড়া ভিড়। এরই মধ্যে হঠাৎ খবর ছড়ায় ট্রেনের একটি কামরা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। খবর চাউর হতেই ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। পরে দেখা যায় মোটর ইঞ্জিনের কামরা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম? হলফনামা চাইল হাই কোর্ট
The post আপ বজবজ-নৈহাটি লোকালে আগুন, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.