shono
Advertisement
Kakurgachi

রাত থেকে জ্বলছে কাঁকুড়গাছি লোহাপট্টি, পুড়ে ছাই পর পর ৫ কারখানা

Published By: Paramita PaulPosted: 09:39 AM Aug 22, 2024Updated: 10:05 AM Aug 22, 2024

নিরুফা খাতুন: কাঁকুড়গাছি লোহাপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত দেড়টা নাগাদ একটি কারখানায় আগুন লাগে। দাহ্যবস্তু মজুত থাকায় পর পর পাঁচটি কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা থেকে দেড়টার সময় কাঁকুড়গাছির লোহাপট্টির প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে কাজ শুরু করে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। এখনও পকেট ফায়ার রয়েছে বেশ কিছু এলাকায়। তবে এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

[আরও পড়ুন: অপসারিত আর জি করের অধ্যক্ষ-সহ ৩ আধিকারিক, পদে নতুন কারা?]

তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কারখানাগুলিতে পর্যান্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। উল্লেখ্য, চলতি মাসে শহর কলকাতায় পর পর দুটি অগ্নিকাণ্ড ঘটল। দিন কয়েক আগে উল্টোডাঙার প্লাইউডের গুদামে আগুন লাগে। এদিন পুড়ে ছাই হল পাঁচটি প্লাস্টিক কারখানা। 

[আরও পড়ুন: ‘মহিলা কমিশনকে জানাব’, পরিচালক দেবালয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক রানা সরকার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাঁকুড়গাছি লোহাপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
  • ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
  • ষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
Advertisement