shono
Advertisement
Firecrackers

উলুবেড়িয়ার ছায়া ডায়মন্ড হারবারে, ঘরে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত কিশোর

সন্ধ্যার আঁধারে প্রথমে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে জেনারেটরের আলো জ্বেলে আগুন নেভানোর কাজ শুরু হয়।
Published By: Sucheta SenguptaPosted: 07:36 PM Dec 15, 2024Updated: 08:19 PM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজি তৈরি করে মজুত করা হচ্ছিল ঘরে। আচমকাই বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, তার বয়স ১৪ বছর। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি দুজন। রবিবার সন্ধ্যাবেলায় দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানার বারদ্রোণ নস্করপাড়ায় ঘটেছে ঘটনাটি। এলাকায় তীব্র চাঞ্চল্য। 

Advertisement

নস্করপাড়ায় বিস্ফোরণের পর অন্ধকারে ব্যাহত উদ্ধারকাজ। নিজস্ব চিত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ আচমকাই বিকট শব্দে চমকে ওঠেন বারদ্রোণ নস্করপাড়া গ্রামের বাসিন্দারা। জনৈক স্বপন হালদারের বাড়িতে মজুত রাখা ছিল প্রচুর বাজি এবং বাজি তৈরির মশলা।অসাবধানতাবশত: কোনওভাবে তাতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। স্থানীয় মানুষজন আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই বাড়িটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কিন্তু সন্ধ্যার আঁধারে প্রথমে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে জেনারেটরের আলো জ্বেলে আগুন নেভানোর কাজ শুরু হয়।

দমকল সূত্রে খবর, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ঋজু পাইক নামে এক কিশোরের। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

মাস খানেক আগে উলুবেড়িয়াতেও এমনই ঘটনা ঘটেছিল। আলোর উৎসবের সময়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল গঙ্গারামপুর এলাকা। ঘরের ভিতরে বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডে দুই শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সেখানকার একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তা পোড়াতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। এবং বাজির আগুনে ঝলসে মৃত্যু হয় দুই কিশোর, কিশোরী-সহ তিনজনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডায়মন্ড হারবারের নস্করপাড়ায় ঘরে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃত কিশোর।
  • বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে আহত আরও ২।
Advertisement