সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। হাজিরা দিয়ে শোভনের দাবি, গত ৬ বছর ধরে চক্রান্তের শিকার তাঁরা। বিজেপিতে যোগ দিয়ে অনেকে রেহাই পাচ্ছেন বলে দাবি কলকাতার প্রাক্তন মেয়রের। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন বাকি দুজনও।
বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে টাকা নিতে দেখা গিয়েছিল নারদ স্টিং অপারেশনে। শুরু হয় তদন্ত। ২০২১ সালে বাড়ি থেকে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাঁরা সকলে জামিনে মুক্তি পান। তবে মামলা চলায় আদালতে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে তাঁদের। বৃহস্পতিবারও সকাল ১১টা নাগাদ ব্যাঙ্কশাল আদালতে হাজির হন তিন নেতা।
[আরও পড়ুন: ৪ ঘণ্টা তল্লাশির পর কাউন্সিলর দেবরাজকে নিয়ে বাড়ি থেকে বেরল CBI]
আদালত থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, “গত ছবছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু আরও অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”