নন্দন দত্ত, সিউড়ি: চৈত্র সংক্রান্তির দিন বীরভূমের (Birbhum) তপ্ত মাটিতে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঠিক একদিনের ব্যবধানে একই মাঠে সভা করার সিদ্ধান্ত নিল তৃণমূল (TMC)। আগামী রবিবার সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনের মাঠে সভা করতে আসছেন জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন জেলার কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। যদিও তিনি জানিয়েছেন, ফিরহাদের এই সভা পূর্বকল্পিতই।
দু’দিনের বঙ্গ সফরে এসে সিউড়িতে সভা করবেন অমিত শাহ। শুক্রবার দুপুর আড়াইটে থেকে তাঁর জনসভা। অনুব্রত মণ্ডলহীন (Anubrata Mandal) বীরভূমে ঠিক তার একদিন পরেই পালটা সভা করবেন ফিরহাদ হাকিম। এর আগে জেলা সফরে গিয়ে ফিরহাদ হাকিমকে বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো ফিরহাদই রবিবার সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনের মাঠে করবেন জনসভা। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি থাকার সময় এই নিয়ম চালু ছিল। বিজেপি নেতারা জেলার যেখানেই সভা করবেন, তার ঠিক একদিন পর ঠিক সেই জায়গাতেই পালটা সভা করা হবে তৃণমূলের তরফে। এর আগে মল্লারপুর, মাড়গ্রাম, মুরারইতে মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীদের সভা পালটা হিসেবে ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিকরা কর্মসূচি করে এসেছেন।
[আরও পড়ুন: ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় বিরোধীদের এজেন্ট! অভিষেকের চরিত্র হননের চেষ্টা করছেন’, তোপ কুণাল]
অমিত শাহর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। শুক্রবার শাহের সভার একদিন পর রবিবার সেই মাঠে ফিরহাদ হাকিম জনসভা করবেন বলে জানিয়েছেন দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, ”ফিরহাদ হাকিমের এই কর্মসূচি পূর্বপরিকল্পিত। রবিবার বেণীমাধব ইনস্টিটিউটের মাঠে উনি জনসভা করবেন। এই সভার মূল লক্ষ্য, ১০০ দিনের কাজ, আবাস যোজনার যে টাকা কেন্দ্র আটকে রেখেছে, সেসব আদায় করার জন্য জনগণকে ডাক দেওয়া। অমিত শাহর সভায় যে সংখ্যক লোক হবে, শুধুমাত্র সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে তার চেয়ে দ্বিগুণ লোক আমাদের সভায় আসবে। এটা চ্যালেঞ্জ।”