শান্তনু কর, জলপাইগুড়ি: এবার করোনা আক্রান্তের হদিশ মিলল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। ওই ছাত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরই কোভিড হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। সূত্রের খবর, আক্রান্ত ছাত্রী সদ্যই কলকাতা থেকে জলপাইগুড়ি গিয়েছিলেন।
জানা গিয়েছে, ১৪ মে থেকেই করোনার একাধিক উপসর্গ দেখা দেয় ওই তরুণীর শরীরে। কলকাতা ফেরত হওয়ায় ঝুঁকি না নিয়েই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট মিলতেই জানা যায় তিনি আক্রান্ত। এরপরই তাঁকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালের সারি বিভাগে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। স্বাস্থ্য দপ্তর সূ্ত্রে খবর ইতিমধ্যেই আক্রান্তের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, অন্য আর কে বা কারা আক্রান্ত ও তাঁর পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ শুরু হয়েছে।
[আরও পড়ুন: করোনার মধ্যেই ঘূর্ণিঝড় আমফানের ভ্রুকুটি, চ্যালেঞ্জ নিতে তৈরি হ্যাম রেডিও]
প্রসঙ্গত, করোনা আতঙ্ক ত্রস্ত দেশ। থমকে গিয়েছে জনজীবন। একই অবস্থা এরাজ্যেও। চলছে চতুর্থ দফার লকডাউন। এরই মাঝে ধীরে ধীরে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজ্যের বিভিন্নপ্রান্তে চলছে বাস। ২১ মে থেকে খুলবে দোকান। ২৭ মে থেকে নিয়ম মেনে চলতে পারে অটোও। উল্লেখ্য, এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০০০ ছুঁইছুঁই।
[আরও পড়ুন: বেহাল বাঁকুড়ার শংকরহাটি সেতু, মেরামতির জন্য বন্ধ করা হল যান চলাচল]
The post জলপাইগুড়িতেও করোনার থাবা, প্রথম আক্রান্ত কলকাতা ফেরত ছাত্রী appeared first on Sangbad Pratidin.