shono
Advertisement

পাক অধিকৃত কাশ্মীর আগে ফিরিয়ে আনুন, অখণ্ড ভারত ইস্যুতে ফড়ণবিসকে কটাক্ষ সঞ্জয় রাউতের

সম্প্রতি করাচি একদিন ভারতের অংশ হবে বলে দাবি করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Posted: 03:26 PM Nov 23, 2020Updated: 03:26 PM Nov 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগেই অখণ্ড ভারতের পক্ষে সওয়াল করে করাচি একদিন এই দেশের অংশ হবে বলে দাবি করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সোমবার তাঁকে কটাক্ষ করে আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার পরামর্শ দিলেন শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) । এই বিষয়ে মন্তব্য করার জন্য বিজেপি নেতা ফড়ণবিসকে কটাক্ষও করলেন তিনি।

Advertisement

কয়েকদিন আগেই মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ৬০ বছরের প্রাচীন মিষ্টির দোকান করাচি সুইটস নিয়ে বিতর্ক তৈরি হয়। গত বৃহস্পতিবার ওই দোকানে গিয়ে মালিককে নাম পালটানোর হুমকি দেন শিব সেনা স্থানীয় এক নেতা। করাচিকে তিনি ঘৃণা করেন তাই ভারতে বসে এই নাম রাখা যাবে না বলেও উল্লেখ করেন। মারাঠি বা ভারতীয় নাম রাখার পরামর্শও দেন। বাধ্য হয়ে দোকানের নামের উপর কাগজ মেরে দেন করাচি সুইটসের মালিক। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে দলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছিলেন শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত।

[আরও পড়ুন: চাপে পড়ে ভোলবদল কেরল সরকারের, এখনই কার্যকর নয় সোশ্যাল মিডিয়ার বিতর্কিত আইন]

পরে এপ্রসঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর উত্তরে দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadnavis) বলেন, ‘ আমরা অখণ্ড ভারতে বিশ্বাস করি। আর মনে করি পাকিস্তানের করাচি একদিন ভারতের অংশ হবে।’ সোমবার এবিষয়ে তাঁকে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেন, ‘প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ফিরিয়ে আনুন। তারপর আমরা করাচির দিকে এগোব।’

শিব সেনার মুখপাত্র একথা বললেও শুক্রবারই ফড়ণবিসের অখণ্ড ভারতের মন্তব্যকে স্বাগত জানিয়েছিলেন এনসিপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘দেবেন্দ্র জি বলেছেন সেই সময় আসছে যেদিন করাচি ভারতের অংশ হবে। আমরাও বলছি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে একসূত্রে গাঁথা হোক। যদি বার্লিনের প্রাচীর ভাঙা হতে পারে তাহলে কেন ভারতে সেই একই ঘটনা ঘটবে না। কেন ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এক হবে না। যদি বিজেপি এই তিনটি দেশকে একসঙ্গে একটি দেশ বানাতে চায় আমরা তাকে স্বাগত জানাব।’

[আরও পড়ুন: থাকছে না কড়াকড়ি, করোনা আবহেও প্রতি বছরের মতোই কুম্ভমেলার আয়োজন প্রশাসনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement