shono
Advertisement

Breaking News

২৪০ টাকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে পড়ুয়ারা

পথচলা শুরু করল রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুল৷ The post ২৪০ টাকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 AM Feb 24, 2019Updated: 09:20 AM Feb 24, 2019

দীপঙ্কর মণ্ডল: শিক্ষা মহলে আশার আলো জাগিয়ে পথচলা শুরু করল রাজ্য সরকারের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল। শনিবার শুরু হল বেহালার সৌরীন্দ্রনাথ বিদ্যাপীঠের পথ চলা৷ এটাই রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুল৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ভরতির সময় পরিবারের আয় কত তা জানতে চাওয়া হয়। আমরা গরিব হতে পারি কিন্তু মেধার সঙ্গে আপস করতে পারি না। অর্থের বিনিময়ে শিক্ষায় মেধায় প্রভাব পড়ছে। সরকারি উদ্যোগে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হল। আগামী দিনে এই ধরনের আরও ১০০ টি স্কুল চালু করবে রাজ্য সরকার।”

Advertisement

[ভিড় বাসে দাদার হাতছুট, একরত্তিকে বাড়ি ফেরালেন দুই ‘পুলিশ কাকু’ ]

পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি স্কুলের দাপটের জন্য বিগত বামফ্রন্ট সরকারকে দায়ী করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “তৎকালীন সরকার সর্বনাশ করেছে। মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলে স্কুলে ইংরেজি শিক্ষাকে পুরোপুরি বাদ দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর। সেই পদক্ষেপ হিসেবে এই স্কুল চালু করা হচ্ছে।” নয়া ব্যবস্থায় রাজ্য থেকে আইএএস এবং আইপিএস অফিসার হিসাবে আরও অনেকে উঠে আসবেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। বস্তুত, বেসরকারি স্কুলগুলি দাপাদাপির ঘটনা নতুন বিষয় নয়। মোটা টাকা ডোনেশন নিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। মাসিক বেতন ও নানা আনুষঙ্গিক খরচের নামে অভিভাবকদের থেকে প্রচুর টাকা নেওয়ার অভিযোগ ওঠে। কয়েক বছর আগে এই ধরনের স্কুলগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। যা তিনি এক সরকারি অনুষ্ঠানে ক্ষোভের সুরে বলেছিলেন। তারপর সরকারের পক্ষ থেকে বেসরকারি স্কুলগুলির উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে অভিযোগ ওঠা বন্ধ হয়নি।

[ছেলের আত্মহত্যায় মানসিক অবসাদ, বহুতল থেকে মরণঝাঁপ মহিলার]

কয়েকমাস আগে স্কুলশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় সরকারি বাংলা মাধ্যম স্কুলের মতো ইংরেজি মাধ্যম স্কুল চালু করা হবে। বাংলার মতো ২৪০ টাকা বেতনেই ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে।‌ সেই সিদ্ধান্তেরই ফলস্বরূপ পথ চলা শুরু হল বেহালার সৌরীন্দ্রনাথ বিদ্যাপীঠের৷ নার্সারি ও প্রথম শ্রেণিতে ৮০ জন করে মোট ১৬০ জন ছাত্রছাত্রী বেহালার এই নতুন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শুরু করবে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকরা ক্লাস করাবেন এখানে৷ তেমন ব্যবস্থাই করা হচ্ছে সরকারের তরফে৷ সঙ্গে এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

The post ২৪০ টাকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement