সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমের ছুটি এবার জমজমাট। কারণ ফেলুদা (Feluda)। বাঙালির প্রিয় গোয়েন্দাকে মে মাসেই সিনেমা হলের পর্দায় নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায়। প্রদোষচন্দ্র মিত্র হয়ে এবার 'নয়ন রহস্য'র কিনারা করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তাঁর সঙ্গে তোপসে হয়ে থাকছেন আয়ুষ দাস। আর জটায়ু অভিজিৎ গুহ।
২০২২ সালে সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহনবাবুর চরিত্রে। 'নয়ন রহস্য' ছবির ক্ষেত্রেও এঁদের উপরই ভরসা রেখেছেন পরিচালক। পাশাপাশি রয়েছে এক শিশুশিল্পী। ছবির টানটান উত্তেজনা, দুরন্ত ভিজ্যুয়াল দর্শকদের ভালো লাগবে বলেই জানালেন তিনি।
[আরও পড়ুন: বর কোথায়? বিয়ের পর একা তাপসীকে দেখেই প্রশ্ন পাপারাজ্জির, লাজুক উত্তর নায়িকার]
সন্দীপ রায়ের পরিচালনায় আবারও ফেলুদা হয়ে খুশি ইন্দ্রনীল। ১০ মে ছবির মুক্তির জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ফার্স্টলুক নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, "আগেরবার দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। আশা করছি এবারও তাঁদের এই ফার্স্টলুক পছন্দ হবে আর ফেলুদাকে আগের মতোই তাঁরা ভালোবাসা দেবেন।"
চেন্নাই ও কলকাতায় শুটিং করতে প্রচুর খাটনি হয়েছে। কিন্তু ফল যা দাঁড়িয়েছে তাতে খুশি তোপসে ওরফে আয়ুষ দাস। আবারও জটায়ু হতে পারা সৌভাগ্যের বলেই মনে করেন অভিজিৎ গুহ। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি 'নয়ন রহস্য'। আশা করা হয়েছিল, ২০২৩ সালের শেষেই মুক্তি পাবে ছবিটি। তবে চলতি বছরের গরমের ছুটিকেই পাখির চোখ হিসেবে দেখছেন নির্মাতারা।
[আরও পড়ুন: দেখা যাক অন্তর্বাস, পঞ্চাশ পেরিয়ে বেপরোয়া পরমা শেয়ার করলেন ‘বোল্ড’ ছবি ]