সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট এবং তার ফলাফলের জন্য ১০ জুলাইয়ের ইস্টবেঙ্গল-পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচ হয়তো হবে না। ঠিক একই কারণে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) প্রথম ম্যাচও হচ্ছে না।
বুধবার কলকাতা লিগে প্রথম ম্যাচ ছিল মোহনবাগানের। খুব সহজেই প্রথম ম্যাচ জিতেছে সবুজ-মেরুন শিবির। সূচি অনুযায়ী, ৬ জুলাই মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।
[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নওশাদের! থানায় তরুণী]
কিন্তু রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। প্রকাশিত হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্টও। ৮ জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই নির্বাচনের ফলাফল।
পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবার সাদা-কালো শিবিরের কলকাতা লিগে নামা হচ্ছে না। ঘরের মাঠে, সমর্থকদের সামনে খেলার কথা ছিল মহামেডান স্পোর্টিংয়ের। সেই মতোই দলকে তৈরি করছিলেন মেহরাজউদ্দিন।
কিন্তু পঞ্চায়েত ভোটের জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব হচ্ছে না। ভোটের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে পুলিশ বাহিনী। সেই কারণেই মহামেডান স্পোর্টিং-ইউনাইটেড স্পোর্টস ম্যাচ হচ্ছে না বৃহস্পতিবার।