shono
Advertisement

অধীরের ‘বয়কট’ উপেক্ষা করেই কাজ শুরু ‘এক দেশ এক নির্বাচন’ কমিটির, স্থির হল প্রথম বৈঠকের দিন

নাম ঘোষণার পরই ওই কমিটি থেকে নিজেকে সরিয়ে নেন অধীর।
Posted: 03:38 PM Sep 16, 2023Updated: 03:38 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো কীভাবে সম্ভব? সব সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্র যে আট সদস্যের কমিটি গড়েছিল, সেই কমিটি পুরোদমে কাজ শুরু করে দিল। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নেতৃত্বাধীন ওই কমিটির প্রথম বৈঠক আগামী ২৩ সেপ্টেম্বর।

Advertisement

এক দেশ এক নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত এই পরিকল্পনার সব দিক খতিয়ে দেখতে একটি কমিটি গড়েছে কেন্দ্র। মোট ৮ সদস্যের ওই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার প্রাক্তন আধিকারিকদের রাখা হয়েছে। যেমন রয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং। তেমনই রয়েছেন লোকসভার প্রাক্তন সাধারণ সচিব সুভাষ কাশ্যপ এবং বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে। প্রাক্তন চিফ ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। বিতর্ক এড়াতে কংগ্রেসের (Congress) লোকসভার নেতা হিসাবে অধীরকে চৌধুরীকেও রাখা হয়। রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদও রয়েছেন।

[আরও পড়ুন: কলকাতা পুরসভায় ধুন্ধুমার! মেয়রের সামনেই হাতাহাতি শাসক-বিরোধী কাউন্সিলরদের]

কিন্তু নাম ঘোষণার পরই অধীর ওই কমিটি থেকে নিজেকে সরিয়ে নেন। বহরমপুরের সাংসদের বক্তব্য, এই এক দেশ, এক নির্বাচনের প্রক্রিয়া আসলে নজর ঘোরানোর চেষ্টা। আর এই কমিটি গড়াটা আসলে আইওয়াশ। পুরোটাই আগে থেকে স্থির হয়ে আছে। তাছাড়া রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কমিটি না রাখা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন অধীর।

[আরও পড়ুন: বেলডাঙা বিস্ফোরণে সেনার গ্রেনেড! এবার UAPA আইনে মামলা]

মনে করা হচ্ছে, আগামী ২৩ সেপ্টেম্বর অধীরকে বাদ দিয়েই প্রথম বৈঠকে বসছে ওই কমিটি। সংসদের বিশেষ অধিবেশনের ঠিক পরদিন কমিটির বৈঠকে বসাটা বেশ তাৎপর্যপূর্ণ। কমিটির কাজ হবে এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা। সেক্ষেত্রে কী কী সমস্যা আসতে পারে, বা সেই সমস্যার সমাধান কী, সবটা খতিয়ে দেখে রিপোর্ট দেবে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement