সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের কুমিরের পেটে মৎস্যজীবী। অন্যান্যদের থেকে মাছের খোঁজখবর নেওয়ার সময় কুমির তাঁকে আক্রমণ করে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকার ওই মৎস্যজীবীকে এখনও উদ্ধার করা যায়নি। নদীতে চলছে তাঁর খোঁজে তল্লাশি।
ওই মৎস্যজীবীর নাম আসমাউদ্দিন শেখ। রবিবার সকালে এলাকার কয়েকজন মৎস্যজীবী নদীতে জাল দিচ্ছিলেন। তখন আসমাউদ্দিন তাঁদের কাছে মাছের খোঁজখবর নিচ্ছিলেন। নদীর চরেই দাঁড়িয়েছিলেন তিনি। আচমকাই একটি কুমির লেজের ঝাপটা দিয়ে তাঁকে জলে ফেলে দেয়। মুখে করে টেনে গভীর জলে নিয়ে চলে যায় ওই মৎস্যজীবীকে।
[আরও পড়ুন: ‘কর্মে ভরসা রেখেই সাফল্য’, ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতে বলছেন মনু]
খবর পাওয়ামাত্রই গোবর্ধনপুর কোস্টাল থানা, বনদপ্তর তৎপর হয়ে ওঠে। তাদের সাহায্য করেন স্থানীয়রা। ওই মৎস্যজীবীর খোঁজে নদীতে তল্লাশি চলছে। তবে এখনও মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি। উল্লেখ্য, মাসখানেক আগে ওই একই এলাকা থেকেই কুমিরের পেটে গিয়েছিল এক নাবালক। তিনদিন পর তার দেহ উদ্ধার হয়। মৃত নাবালকের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। এবারও সেই একই জায়গা থেকে মধ্যবয়সি মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির।
পর পর এই দুই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক। রামগঙ্গার রেঞ্জার কবীর হোসেন জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি। এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। যতক্ষণ না পর্যন্ত ওই মৎস্যজীবীকে পাওয়া যাবে, ততক্ষণ তাঁর খোঁজে তল্লাশি জারি থাকবে বলেই জানান তিনি।