shono
Advertisement

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ৫টি বাংলা ছবি

ছবিগুলি কী কী? The post আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ৫টি বাংলা ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Nov 01, 2018Updated: 05:24 PM Nov 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচটি বাংলা চলচ্চিত্রের মুকুটে নয়া পালকের সংযোজন৷ ৪৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নিল পাঁচটি বাংলা সিনেমা৷ থাকছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অর্জুন দত্তের সিনেমা ‘অব্যক্ত’, অরিজিৎ সিংয়ের ‘সা’৷

Advertisement

[‘জিরো’-র পোস্টারে বাজিমাত শাহরুখের, প্রশংসা করলেন আমির]

২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা৷ এবার এই উৎসবের প্যানোরমা বিভাগে বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, টুলু, লাদাখি, যশোরি, মালায়ালাম সিনেমা প্রদর্শিত হবে৷ মালায়ালাম সিনেমা ‘ওলু’ দিয়েই হবে উৎসবের সূচনা৷ তথ্যসম্প্রচার মন্ত্রকের তরফে ছবিগুলির নাম ঘোষণা করা হয়েছে৷ পরিচালক রাহুল রাওয়ালির নেতৃত্বাধীন তেরোজন সদস্যের একটি কমিটি ২২টি ফিচার ছবিকে বেছে নেন৷ মূলধারার ছবি হিসাবে প্রবাল চক্রবর্তী পরিচালিত ‘সম্পূরক’ ছবিটিকে বেছে নেওয়া হয়েছে৷ তিনটি হিন্দি সিনেমাকে বেছে নিয়েছেন বিচারকরা৷ ‘পদ্মাবত’, ‘রাজি’, ‘টাইগার জিন্দা হ্যায়’-মতো সিনেমাগুলিই মূলত এই বিভাগে স্থান পেয়েছে৷ এছাড়াও এই বিভাগে একটি ওড়িয়া এবং ভোজপুরী, আটটি মারাঠি, তিনটি ইংরাজি এবং তিনটি মালায়ালাম ছবি জায়গা করে নিয়েছে৷

[বিশ্বের সেরা ১০০-র তালিকায় বাংলার ‘পথের পাঁচালি’]

পরিচালক বিনোদ গানাত্রার নেতৃত্বাধীন সাত সদস্যের একটি কমিটি নন ফিচার সিনেমাগুলি বেছে নিয়েছে৷ মোট ২১টি ছবি বেছে নিয়েছেন তাঁরা৷ নন-ফিচার ফিল্ম বিভাগে সর্বপ্রথম প্রদর্শিত হবে আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘খারভাস’ ছবিটি৷ ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নেওয়ায় খুশি পরিচালকরা৷

The post আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ৫টি বাংলা ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement