shono
Advertisement

Breaking News

দামি আসবাবের প্রয়োজন নেই, কম খরচেই সাজিয়ে তুলুন আপনার ডাইনিং রুম

মনে রাখবেন, সাজানো ডাইনিং রুমই ব্যক্তিত্বের পরিচয়। The post দামি আসবাবের প্রয়োজন নেই, কম খরচেই সাজিয়ে তুলুন আপনার ডাইনিং রুম appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Aug 07, 2019Updated: 05:34 PM Aug 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বাড়ি এখন প্রায় উধাও৷ নগরকেন্দ্রিক জীবনে মাথা গোঁজার ঠাঁই বলতে দু’কামরার ফ্ল্যাট৷ ক্রমশই ছোট হচ্ছে পরিজনদের তালিকাও৷ আবার পাল্লা দিয়ে বাড়ছে কর্মব্যস্ততা৷ তাই সারাদিন প্রিয়জনদের সঙ্গে দেখা করারও সময় পাওয়া যায় না বললেই চলে৷ পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর একমাত্র জায়গা ডাইনিং টেবিল৷ এক টেবিলে বসে খাবার খেতে খেতে গল্প করার মজাই আলাদা৷ পরিবারের বন্ধন অটুট করে যে জায়গা, সে জায়গাকে কি সুন্দরভাবে না সাজালে চলে? কিন্তু কম খরচে কীভাবে সাজাবেন ডাইনিং রুম? আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ টিপস৷

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে মশা-মাছির হানা? ঘরোয়া পদ্ধতিতে হোক মুশকিল আসান]

খাবার ঘর সাজানোর জন্য অনেকেই দামী দামী আসবাবপত্র কেনেন৷ চেয়ার, টেবিলের পিছনে খরচ করেন প্রচুর টাকা৷ কিন্তু টাকা খরচ করলেই যে ঘর সুন্দর হয়ে উঠবে, তা কে বলেছে? তার চেয়ে কম খরচে না হয় সাজিয়ে তুলুন খাবার ঘর৷ তাই কিনে ফেলুন নতুন নতুন ডিজাইনের কার্পেট৷ ওই কার্পেট দিয়ে ঢেকে ফেলুন খাবার ঘরের মেঝে৷ দেখবেন সুন্দর মেঝেই আপনার ঘরের আভিজাত্য বদলে দিয়েছে৷


[আরও পড়ুন: কীভাবে অন্দরসজ্জায় আনবেন ভোলবদল? জানুন দোলনার কেরামতি]

জানেন কি আলোর উপরেও নির্ভর করে আপনার খাবার ঘরের সৌন্দর্য৷ তাই ডাইনিং রুমে চিরাচরিত আলোর ব্যবহার ভুলেও করবেন না৷ পরিবর্তে হালফিলের সুন্দর সুন্দর আলোকে কাজে লাগান৷ ঠিকভাবে কাজে লাগাতে পারলে কম ওয়াটের বাল্বও কিন্তু আপনার খাবার ঘরকে অন্যভাবে সাজিয়ে তোলার কাজে ব্যবহার হতে পারে৷ রাতের দিকে মোমবাতি দিয়েও সাজিয়ে ফেলতে পারেন খাবার ঘর৷ আপনার অতিথি যদি মনের মানুষ হয় তবে বাড়িতে বসেই সারা হয়ে যাবে ক্যান্ডেল লাইট ডিনার৷

আয়নার সঠিক ব্যবহারেও আপনার খাবার ঘর পেতে পারে অন্য রকম লুক৷ বাড়িতে আধুনিকতার ছোঁয়া রাখতে চাইলে খাবার ঘর সাজানোর জন্য আয়নার চেয়ে ভাল বোধহয় কিছু হতেই পারে না৷

[আরও পড়ুন: পুরনো খবরের কাগজ না বেচে ব্যবহার করুন এই কাজে]

মনে রাখবেন শুধু ঘর সাজালেই চলবে না৷ সাজাতে হবে ডাইনিং টেবিলকেও৷ নইলে কিন্তু ঘরের সাজটাই মাটি৷ তাই ন্যাপকিনের রিং, চামচ কিংবা থালায় রাখুন অভিনবত্ব৷ গোলের পরিবর্তে ব্যবহার করুন চৌকো থালা, বাটি৷ তাতে অনেকটাই আধুনিক বলে মনে হবে আপনাকে৷ ফল ফ্রিজে না রেখে তা রাখুন টেবিলের উপর৷ তবে ফলের ঝুড়ির ক্ষেত্রে অভিনবত্ব থাকা বাঞ্ছনীয়৷

[আরও পড়ুন: অন্দরসজ্জায় পর্দা আনতে পারে চমক, ভেবেচিন্তে বেছে নিন]

The post দামি আসবাবের প্রয়োজন নেই, কম খরচেই সাজিয়ে তুলুন আপনার ডাইনিং রুম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement