shono
Advertisement

রোজা ভাঙতে জল চেয়ে মিলল খাবার, বিমানসেবিকার মানবিকতায় আপ্লুত যাত্রী

মঞ্জুলারাই ধরে রেখেছেন দেশের মহান ঐতিহ্য৷ The post রোজা ভাঙতে জল চেয়ে মিলল খাবার, বিমানসেবিকার মানবিকতায় আপ্লুত যাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 PM May 20, 2019Updated: 02:36 PM May 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বধর্ম সমন্বয় ভারতের ঐতিহ্য৷ এদেশের আতিথেয়তা, মানবিকতার নিদর্শন নতুন নয়৷ যদিও সম্প্রতি মেরুকরণের হাওয়ায় সেই পরমত সহিষ্ণুতা একাধিক প্রশ্নের মুখে পড়েছে৷ অনেকেই বলছেন, সমন্বয়ের পরিবর্তে বিভাজনই নাকি হয়ে উঠেছে এদেশের ভবিতব্য৷ তবে এই অভিযোগকে এক্কেবারে মিথ্যা প্রমাণিত করলেন এয়ার ইন্ডিয়ার এক বিমানসেবিকা৷

Advertisement

[আরও পড়ুন: সরকার গড়তে চালকের আসনে নেই উত্তরপ্রদেশ, বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস]

দেশজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা রমজান মাস পালন করছেন৷ সেই তালিকায় ব্যতিক্রম নয় রিফাত জাওয়াইদ নামে এক সাংবাদিক৷ রোজার মধ্যেই গোরক্ষপুর থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বিমানে চড়েছিলেন তিনি৷ এদিকে, বিকেল গড়িয়ে যাওয়ায় ইফতারের সময় এসে গিয়েছে৷ আসন ছেড়ে বিমানসেবিকার দিকে এগিয়ে যান তিনি৷ মঞ্জুলা নামে ওই বিমানসেবিকার থেকে জল চান৷ হাসিমুখে এক বোতল জল যাত্রীর দিকে এগিয়ে দেন তিনি৷ রোজা ভাঙার পর তৃষ্ণা মেটানোর জন্য আরেক বোতল জলের আরজি করেন ওই সাংবাদিক৷

তা শুনেই ব্যস্ত হয়ে পড়েন মঞ্জুলা৷ নির্দিষ্ট আসনে গিয়ে সাংবাদিককে বসতে বলেন তিনি৷ মিনিটখানেকের মধ্যেই আবারও সহাস্যমুখে যাত্রীর সামনে এসে পৌঁছান বিমানসেবিকা৷ হাতে একটি ট্রে৷ তাতে রাখা রয়েছে খাবার এবং জল৷ প্রথমে হতবাক হয়ে যান রিফাত৷ খাবার নেওয়া উচিত না অনুচিত, বুঝতে পারছিলেন না তিনি৷ যাত্রী কী ভাবছেন, তা যেন কিছুটা হলেও আঁচ করতে পারেন মঞ্জুলা৷ রোজা ভেঙে সামান্য খাবার খেয়ে নিতে বলেন৷ এরপর আর কোনও কথা বলেননি৷ খাবার,জল খেয়ে রোজা ভাঙেন রিফাত৷

[ আরও পড়ুন: খরায় বেহাল এলাকা, নর্দমার জল খাচ্ছেন গুজরাটের এই গ্রামের বাসিন্দারা!]

বিমানসেবিকার মানবিকতায় মুগ্ধ সাংবাদিক৷ সঙ্গে সঙ্গে টুইটে বিমানসেবিকার কথা লেখেন তিনি৷

রিফাতের মতো আর পাঁচজন নেটিজেনের প্রতিক্রিয়াও এক৷ টুইটারে মঞ্জুলাকে কুর্নিশও জানিয়েছেন প্রায় সকলেই৷ বিচ্ছিন্ন কিছু ধর্মীয় হানাহানির খবর মাঝে মাঝে মেলে ঠিকই৷ তবে এই ঘটনাই আবারও প্রমাণ করল, ভারতের সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য আজও অমলিন৷

The post রোজা ভাঙতে জল চেয়ে মিলল খাবার, বিমানসেবিকার মানবিকতায় আপ্লুত যাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement