shono
Advertisement
Chhatishgarh

ছত্তিশগড়ে চকোলেটের লোভ দেখিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণ! অভিযুক্ত ১৩ বছরের নাবালক

আশঙ্কাজক শিশুকন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
Published By: Kishore GhoshPosted: 10:44 AM Apr 17, 2025Updated: 10:44 AM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ১৩ বছরের নাবালকের বিরুদ্ধে। একরত্তিকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে! পাশবিক নির্যাতনে আশঙ্কাজক শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নাবালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিশগড়ের রায়পুরের। গত সোমবার মায়ের পাশেই শিশুটি ঘুমোচ্ছিল। অভিযোগ, ওই সময় তাকে চকোলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যায় নাবালক কিশোর। সেখনেই তাকে ধর্ষণ করা হয়। শিশুকন্যার অভিভাবক জানান, মেয়েকে খুঁজে না পেয়ে রাস্তায় বেরিয়ে দেখেন রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে। কাঁদতে কাঁদতে কোনও মতে কিশোরের নাম জানায়। এরপর নাবালকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে শিশুকন্যার পরিবার।

নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ভারতীয় ন্য়ায় সংহিতার ৬৪ ধারা (ধর্ষণ) ও ৬৫(২) ধারায় (১২ বছরের কম বয়সিকে ধর্ষণ) মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে, পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য়, এক সপ্তাহ আগে ছত্তিশগড়ের দুর্গ জেলায় ছয় বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়। পর পর একই ধরনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি ছত্তিশগড়ের রায়পুরের।
  • নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
Advertisement