সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে আশা ছিল প্রাসাদোপম বাড়ি কিনবেন৷ টাকা যেন কোনও বাধাই নয়৷ তাই টাকার চিন্তা দূরে সরিয়ে বাড়ির খোঁজ শুরু করেছিলেন৷ অনলাইন নিলামে বাড়ি পেলেন৷ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি কিনলেন ঠিকই৷ কিন্তু বাড়ির কাগজপত্র হাতে পাওয়ার পর সামনে এল সত্যি৷ বাস্তব বুঝে রাতের ঘুম উড়ে গিয়েছে ওই ব্যক্তির৷ গোটা ঘটনাটি জানলে চোখ কপালে উঠবে আপনারও৷
[ আরও পড়ুন: জামা টেনে নদী থেকে ছোট্ট মেয়েকে বাঁচাল সারমেয়, ভাইরাল ভিডিও]
ফ্লোরিডার ওই ব্যক্তির স্বপ্ন ছিল প্রাসাদের মতো একটি বাড়ি কিনবেন৷ ভেবেছিলেন ব্যস্ততার ফাঁকে সেখানেই অবসরযাপন করবেন৷ বহু মানুষকে জানিয়েছিলেন বাড়ির খোঁজ থাকলে জানাতে৷ এর পাশাপাশি অনলাইনেও জমি-বাড়ি নিলাম সংক্রান্ত ওয়েবসাইটগুলিতে নজর রেখেছিলেন ওই ব্যক্তি৷ আচমকাই একদিন একটি প্রাসাদোপম বাড়ি নজরে আসে৷ ঠিক যেমন ভেবেছিলেন, তেমন বাড়ি দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি৷ মালিক হওয়ার স্বপ্ন যেন আবারও মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর৷ পকেটের নিরিখে যদিও ওই বাড়িটির দাম কিছুটা বেশিই ছিল৷ তবে স্বপ্নপূরণের পথে অর্থকে মূল বাধা হিসাবে দাঁড়াতে দেননি ফ্লোরিডা নিবাসী৷ পরিবর্তে বেশ খানিকটা দরদস্তুরের পর ৬ লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই ব্যক্তি৷
[ আরও পড়ুন: স্রেফ বসকে ইমোজি পাঠানোর জেরে চাকরি গেল মহিলার]
তবে বাড়ির মালিকানার কাগজপত্র হাতে পাওয়ার পরই বদলে যায় গোটা ছবিটা৷ জেগে জেগেই যে আকাশকুসুম স্বপ্ন দেখেছিলেন তিনি, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি৷ কারণ কাগজপত্র নাড়াচাড়া করে বুঝতে পারেন বাড়ি নয়, বাড়ির সামনের মাত্র ১০০ ফুট লম্বা একটি জমি কিনেছেন তিনি৷ ততক্ষণে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে ওই ব্যক্তির৷ স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে অনলাইনে জমি বিক্রির ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ তবে কোনওভাবেই প্রাসাদোপম বাড়ির পরিবর্তে ক্ষতিপূরণ নিতে রাজি হননি প্রতারিত৷ স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বর্তমানে মানসিক অবসাদে ভুগছেন তিনি৷ ফ্লোরিডা নিবাসীর কথা মাথায় রেখে অনলাইনে কেনাকাটির ক্ষেত্রে দু’বার ভাবুন৷
The post OMG! ৬ লক্ষেরও বেশি টাকা দিয়ে একফালি ঘাসজমি কিনলেন ব্যক্তি appeared first on Sangbad Pratidin.