shono
Advertisement

Shane Warne Passes Away: মদ-সিগারেট-মাংস, শেন ওয়ার্নকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর ‘পছন্দের’জিনিসগুলিই আনছেন ভক্তরা

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, শেনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
Posted: 07:29 PM Mar 05, 2022Updated: 07:33 PM Mar 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে তিনি যতই বিপক্ষের ত্রাস হোন না কেন, ব্যক্তিগত জীবনে শেন ওয়ার্ন ছিলেন রীতিমতো বর্ণময়। বিতর্ক, নারী সঙ্গ, মাদকযোগ, ফিক্সিং সব কিছুতেই নাম জড়িয়েছিল শেন ওয়ার্নের (Shane Warne)। মদ, মাংস, সিগার, তাঁর প্রিয় জিনিসের তালিকায় ছিল এগুলিই। পছন্দ করতেন নারীসঙ্গও। কিংবদন্তিকে শেষশ্রদ্ধা জানাতে তাই ভক্তরা নিয়ে আসছেন তাঁর পছন্দের জিনিসগুলিই।

Advertisement

Photo Credit: AFP

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) বাইরে শেন ওয়ার্নের একটি ব্রোঞ্জ মূর্তি রয়েছে। কিংবদন্তির প্রয়াণের পর তাঁকে শেষশ্রদ্ধা জানাতে সেই মূর্তির সামনেই জড়ো হচ্ছেন ভক্তরা। চোখের জলে প্রিয় ওয়ার্নিকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। তবে শুধু ফুল নয়, অনেকেই সঙ্গে নিয়ে আসছেন বিয়ারের বোতল, দামি মদ বা মাংস। কারণ প্রাত্যহিক জীবনে এগুলিই ছিল তাঁর সবচেয়ে পছন্দের জিনিস। মদ্যপান, ধুমপান করতেন নিয়মিত। খামখেয়ালিপনা ছিল মজ্জাগত।

Photo Credit: AFP

[আরও পড়ুন: তৈরি হচ্ছিল শেন ওয়ার্নের বায়োপিক! কোন অভিনেতাকে বাছা হয়েছিল তাঁর চরিত্রে?]

শেনের গোটা জীবনই ছিল বিতর্কে ভরা। বিতর্ক পিছু ছাড়ল না তাঁর মৃত্যুর পরও। শনিবার সকাল থেকেই লেখালেখি হচ্ছে, ওয়ার্ন নাকি মদ্যপান করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তাঁর দীর্ঘদিনের ম্যানেজার এদিন জানিয়ে দিয়েছেন, মৃত্যুর আগে মদ্যপান করছিলেন না শেন। তিনি ক্রিকেট খেলা দেখছিলেন। এদিন আবার আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে। ওয়ার্নের মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যাতে প্রাথমিকভাবে জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে অস্বাভাবিক কিছু নেই বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

Photo Credit: AFP

[আরও পড়ুন: বিতর্ক, নারীসঙ্গ, মাদকযোগ, ফিক্সিং-ক্রিকেটের ইতিহাসে বর্ণময় চরিত্র হয়েই থেকে যাবেন ওয়ার্ন]

তবে বিতর্ক যাই হোক, ওয়ার্ন আর নেই। সেটাই মেনে নিয়েছেন ভক্তরা। মেলবোর্নের (Melbourne) ক্রিকেটপ্রেমীদের মুখেমুখে ঘুরছে শেনের সব কীর্তি। গ্যাটিংকে করা তাঁর শতাব্দীর সেরা সেই বলের কথা। তাঁর বর্ণময় জীবনের কথা। অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, শেনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। অস্ট্রেলিয়ায় ক্রিকেটারা সচরাচর এই সম্মান পান না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement