ধীমান রায়, কাটোয়া: বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে বিধানসভা ভোটের আগে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) শুনিয়ে রেখেছেন, “এবারের ভোটে খেলা হবে।” কী খেলা, তা অবশ্য খোলসা করেননি তিনি। ইদানিং যে কোনও দলীয় সভাতে গিয়ে অনুব্রত মণ্ডল রুটিনমাফিক স্মরণ করিয়ে দিচ্ছেন,”খেলা হবে।” এবার তাঁর এই কথা – “খেলা হবে” উঠে এল গানের কথাতেও। মঙ্গলকোটের সেই প্রচারসভায় গানটি বেশ তারিয়ে উপভোগ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রাজনৈতিক প্রচার জমে উঠল লোকগানে।
শুক্রবার পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার মঙ্গলকোটে দলীয় জনসভায় অনুব্রত মণ্ডল নিজে খুব কম সময় ধরে বক্তব্য রাখেন। তারপর মাইক্রোফোন ছেড়ে দিলেন মঞ্চে উপস্থিত লোকশিল্পী রথীন কিস্কুকে। শিল্পী গান ধরলেন,”খেলা হবে রে।” গানের তালে তালে তখন নাচছেন শ্রোতা-দর্শকরা।একমুখ হাসি নিয়ে সেই দৃশ্য উপভোগ করছেন অনুব্রত মণ্ডল। সে এক দৃশ্য বটে!
[আরও পড়ুন: ‘শান্তনু ঠাকুর দলের সঙ্গে প্রতারণা করছেন’, বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার সুর চড়ালেন বিধায়ক]
এদিন মাথরুন হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের আয়োজনে ছিল মহিলাদের নিয়ে সমাবেশ। এই সমাবেশে উপস্থিত হন অনুব্রত মণ্ডল। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় চাঁছাছোলা ভাষায় বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বীরভূম সফর নিয়ে কটাক্ষ করে তাঁর মন্তব্য,”প্রধানমন্ত্রী নাড্ডাকে মা তারার কাছে পাঠালেন। আর মা তারা ওকে জবাব দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। মানুষ ওদের চায় না। ওদের লজ্জা নেই।” এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও একহাত নেন অনুব্রত মণ্ডল। বলেন, “দিলীপ ঘোষ মা দুর্গার সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছে। দিলীপ ঘোষের শরীরে মানুষের চামড়া নেই। গণ্ডারের চামড়া রয়েছে। মহিলাদের সম্মান দিতে জানে না।”
[আরও পড়ুন: আইনি রক্ষাকবচ সত্ত্বেও বাধার মুখে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, মুর্শিদাবাদে আটকানো হল রথ]
এদিন উপস্থিত জনতার উদ্দেশে অনুব্রতর বার্তা, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝবেন না। তাহলে বাংলার ক্ষতি হবে।বিজেপি দিল্লিতে মিড ডে মিল তুলে দিয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন সব প্রকল্প চালু থাকবে।বিজেপি টাকা ছড়াবে।আপনারা টাকা নিয়ে নেবেন।কিন্তু ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।” এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা সমাবেশে আকর্ষণ ছিল লোকশিল্পী রথীন কিস্কুর গানের অনুষ্ঠান। অনুব্রত এদিন জানান, ” এরপর থেকে দলের যতগুলি মহিলা সমাবেশ হবে সবগুলি অনুষ্ঠানে থাকবে গানের অনুষ্ঠান। কারণ, মহিলারা বাড়ি থেকে বেশি বের হতে পারেন না কাজের চাপে। তাই তাঁদের মনোরঞ্জনের জন্য এই সিদ্ধান্ত হয়েছে।” পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটে ‘খেলা হবে’ বলে মনে করিয়ে দেন অনুব্রত মণ্ডল। এদিন রথীন কিস্কুর গানের কথাতেও ছিল,” খেলা হবে রে।” মঞ্চে তখন ‘শ্রোতা’ অনুব্রতর মুখে তৃপ্তির হাসি।