shono
Advertisement

জয়ের উৎসবের মাঝেই ভূমিকম্প মেক্সিকোতে, তা সত্ত্বেও চলল সেলিব্রেশন

গোলের পরই কেঁপে ওঠে মেক্সিকো সিটি। The post জয়ের উৎসবের মাঝেই ভূমিকম্প মেক্সিকোতে, তা সত্ত্বেও চলল সেলিব্রেশন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Jun 18, 2018Updated: 07:21 PM Jun 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে জয়ের উৎসব! হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। কেউ গাইছেন, কেউ নাচছেন। আবার কেউ হাতের কাছে কিছু না পেয়ে গাড়ির হর্নই বাজিয়ে চলেছেন। এসবই রবিবার মেক্সিকোর জয়ের পর। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্রথম ম্যাচে জয় পেতেই আনন্দে মেতে উঠেছিলেন মেক্সিকোর মানুষ। মেক্সিকো সিটি এমন এক শহর, যেখানে ভূমিকম্প খুব নিত্যকার ঘটনা। লুঝনিকি স্টেডিয়ামে এমনই এক ভূমিকম্প ঘটিয়ে দিলেন মেক্সিকোর ফুটবলাররা। যে ধাক্কায় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেল ০-১ গোলে। এরপর ভূমিকম্প হল মেক্সিকো সিটিতেও। স্থানীয় সিসমিক সেন্টারগুলি জানাচ্ছে লোজানোর গোল করার ঠিক ৭ সেকেন্ড পর হালকা ভূমিকম্প অনুভূত হয় মেক্সিকো সিটির একাধিক জায়গায়। টুইট করে সেই দাবি করেছে স্থানীয় একটি সিসমিক সংস্থা। সিসমিক তরঙ্গের একটি ছবিও পোস্ট করেছে তারা।

Advertisement

[নেইমারকে ট্যাকলের প্রতিবাদে নবান্ন ঘেরাও! নেটদুনিয়ায় টানটান বিশ্বকাপ যুদ্ধ]

হিরভিং লোজানো এখন জাতীয় নায়ক। ম্যাচের ৩৫ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন তিনিই। সেই গোলের সময় আনন্দে লাফিয়ে উঠেছিল কয়েক হাজার মাইল দূরের গোটা মেক্সিকো। যার রেশ থেকে গেল ম্যাচের অনেক পরেও। রাজধানীর জোকালো অঞ্চলটা হল শহরের প্রাণকেন্দ্র। এখানেই সবথেকে বেশি ভিড় হয়েছিল।  ৪৫ বছরের এক ব্যবসায়ী লরা ভিলেগাস বলছিলেন, ‘আজ যা ঘটল, সেটা আমাদের আনন্দের ভূমিকম্প। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছি।’

[জানেন, বিশ্বকাপের ম্যাচ খেলিয়ে কত টাকা পান রেফারিরা?]

১ জুলাই মেক্সিকোর নির্বাচন। ওইদিনই জনগণ তাদের নতুন প্রেসিডেন্ট বেছে নেবেন। তার আগে বর্তমান প্রেসিডেন্ট টুইট করেছেন, ‘মেক্সিকো বিশ্বের সেরা দলের বিরুদ্ধে জিতেছে। অভিনন্দন। একটা দারুণ ম্যাচ হল।‘ শুধু মেক্সিকো সিটি নয়, উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে গুয়াডালাজারা, টোলুসা, তিজুয়ানা এবং সিউদাদ জুয়ারেজের মতো শহরেও। আর রাজধানীতে মেক্সিকোর জয়ের পর এত জনসমাগম হয়েছিল যে এখানে তিল ধারণের জায়গা ছিল না। সমর্থকরা কেউ পায়ে হেঁটে, কেউ বাই সাইকেল বা মোটরবাইকে চড়ে বা গাড়িতে করে হাজির হয়ে গিয়েছিলেন জোকালো স্কোয়ারে। তখন সেখানে শুধু উৎসবই।

The post জয়ের উৎসবের মাঝেই ভূমিকম্প মেক্সিকোতে, তা সত্ত্বেও চলল সেলিব্রেশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement