shono
Advertisement
Lionel Messi

'ভারতীয় ফুটবলের এই হাল জানলে মেসি আসতেন না ভারতে', বিস্ফোরক হাবাস

মেসির ভারত সফর নিয়ে আর কী বলেছেন মোহনবাগানের প্রাক্তন কোচ?
Published By: Prasenjit DuttaPosted: 12:24 PM Dec 17, 2025Updated: 01:55 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ঘোরতর অন্ধকারে ভারতীয় ফুটবল। খাতায় কলমে দেশের ফুটবল মরশুম শুরু হলেও আইএসএল বা আই লিগের মতো প্রতিযোগিতা এখনও শুরু করা যায়নি। এক কথায় যে অচলাবস্থা চলছে, তা কাটাতে এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি। সেই কারণে দেশের শীর্ষ দুই লিগের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের বিস্ফোরক দাবি, ভারতীয় ফুটবলের এই হাল জানলে আসতেন না ভারতে লিওনেল মেসি।

Advertisement

ভারতে মেসির 'গোট' সফর নিয়ে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। হাবাস লেখেন, 'ভারতে এই মুহূর্তে পেশাদার এবং অপেশাদার ফুটবলের পরিস্থিতি খুবই শোচনীয় এবং অবক্ষয়গ্রস্ত। এমন একটা সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাকে আমি অত্যন্ত লজ্জাজনক বলে মনে করি।'

হাবাস আরও লিখেছেন, 'পেশাদার খেলোয়াড় হোক কিংবা কোচরা, তাঁরা জানেন না কবে আবার খেলতে পারবেন। অনেক ক্ষেত্রে তো আবার তাঁদের মাসের পর মাস বেতনও দেওয়া হয়নি। আমি নিশ্চিত যে, মেসি যদি এই পরিস্থিতি সম্পর্কে জানতেন, তাহলে তিনি এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে আসতেন না।'

একদিন আগেই অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা লিওনেল মেসির ভারত সফর নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, 'মেসির ভারত সফর দেখে আমার খুবই খারাপ লেগেছে। আয়োজকরা ঠিক কী করতে চাইছিলেন, তা স্পষ্ট নয়। আমরা কি আদৌ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছি নাকি ব্যক্তিপূজায় ব্যস্ত হয়ে পড়েছি? ভেবে দেখতে হবে। কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ছবি তুলতেই লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। ওই অর্থের সামান্য কিছুটাও যদি আমাদের দেশে খেলার পরিকাঠামো তৈরিতে ব্যবহার হত, তাহলে কতকিছুই বদলে যেতে পারত।'

উল্লেখ্য, আইএসএল আয়োজনের জন্য এফএসডিএল-সহ কোনও সংস্থাই আইএসএলের জন্য বিড করেনি। আইএসএলের একাধিক ক্লাবের সঙ্গে আলোচনাতেও ফেডারেশন কোনও রফাসূত্র পায়নি। এমনকী আই লিগের ক্লাবগুলো কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনকে কার্যত ‘বয়কট’ করে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এমন টালমাটাল পরিস্থিতিতে মেসির ভারতে আগমন। এমন আবহে গর্জে উঠলেন ইন্টার কাশীর কোচ হাবাস। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক কথায় যে অচলাবস্থা চলছে, তা কাটাতে এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি।
  • সেই কারণে দেশের শীর্ষ দুই লিগের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি।
  • এই পরিস্থিতিতে মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের বিস্ফোরক দাবি, ভারতীয় ফুটবলের এই হাল জানলে আসতেন না ভারতে লিওনেল মেসি।
Advertisement