সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। দ্বিতীয় দিনে রাজ্যের দুই প্রান্তে দুই লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। প্রথম ম্যাচে বোলপুরে বর্ধমান ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। অন্যদিকে নৈহাটি স্টেডিয়ামে নর্থ ২৪ পরগনা এফসি'র প্রতিপক্ষ ছিল কোপা টাইগার্স বীরভূম। যেখানে জয়ের দেখা পেল সুন্দরবন ও নর্থ ২৪ পরগনা।
সুন্দরবন বেঙ্গল অটোর কোচ মেহতাব হোসেন। জয় দিয়েই শুরু হল তাদের অভিযান। বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা জিতল ২-১ গোলে। রিচমন্ড ও আকিব তাদের জয় নিশ্চিত করেন। অন্যদিকে বর্ধমানের হয়ে ব্যবধান কমান বেদাশ্বর। আকিব ম্যাচের সেরাও হন। তবে বেদাশ্বরের দূর পাল্লার বিশ্বমানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বর্ধমান। প্রায় মাঝমাঠ থেকে যে গোলটা করলেন তিনি, তা এই টুর্নামেন্টের সেরা গোল হয়ে উঠলেও আশ্চর্যের কিছু হওয়ার থাকবে না। কিন্তু ৭২ মিনিটে রিচমন্ড পেনাল্টি থেকে সমতা ফেরান। ৫ মিনিটের মাথায় ফের গোল। এবার ডানপায়ের মাপা শটে জালে বল জড়ান সুন্দরবনের আকিব।
অন্যদিকে কোপা টাইগার্সের বিরুদ্ধে সহজেই জিতল নর্থ ২৪ পরগনা। ঘরের মাঠে ৪-০ গোলে জেতে তারা। গোল করেন তন্ময় ঘোষ, মৃন্ময় মহাপাত্র, কুন্তল পাখিরা ও জোমুয়ানসাঙ্গা। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উত্তর ২৪ পরগনা। এরপর আছে জেএইচআর রয়্যাল ও সুন্দরবন বেঙ্গল অটো।
