সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে। শেষটা হল মুগ্ধতার সঙ্গে। হায়দরাবাদের পর দিল্লি ও মুম্বই মাতিয়ে দিলেন লিওনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। ভারতে 'গোট ট্যুরে' সোমবার মেসির গন্তব্য ছিল দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামেও আয়োজনের খামতি ছিল না। আর সব শেষে মেসি বলে যান, ভারতের ভালোবাসায় তিনি মুগ্ধ। আর নিশ্চয়ই তিনি এদেশে ফিরে আসবেন।
দিল্লির অনুষ্ঠান শেষে মেসির বক্তব্য, "এই ক'দিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। তবে এই সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম, এখানে এসে ভালোবাসা পাব, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে।"
তারপরই মেসি বলেন, "গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা করেছেন, তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ায় মতো। পাগলামি বললেও কম না। আমরা নিশ্চয়ই আবার কোনও দিন ফিরব। হয়তো পরেরবার এসে এখানে ম্যাচ খেলব। বা হয়তো অন্য কোনও কারণে আসব। কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ।" শেষবেলায় স্প্যানিশেও বলে যান "গ্রাসিয়াস দিল্লি। হাস্তা প্রোন্তো।" যার অর্থ, আবার ফিরে আসব।
মুম্বইয়ে শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাতে যে অসাধারণ মুহূর্ত তৈরি হয়, সেরকম ম্যাজিকের অপেক্ষায় ছিলেন দিল্লিবাসী। দিল্লিতেও ক্রিকেটের সঙ্গে মিলে গেল ফুটবল। ভারতে ক্রিকেট কার্যত ধর্মের মতো। ফুটবল নিয়ে উৎসাহ থাকলেও এই দেশের ক্রীড়াভক্তদের মূল আকর্ষণ ক্রিকেটই। সামনের বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার টিকিট তুলে দেওয়া হল ফুটবল কিংবদন্তির হাতে। তার পাশাপাশি তিন ফুটবলারের হাতেই মেন ইন ব্লুর জার্সি তুলে দেওয়া হয়। যেখানে মেসির ‘১০’ তো বটেই, সুয়ারেজের জার্সি নম্বর ‘৯’ ও ডি পলের ‘৭’ নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়।
