বেঙ্গল সুপার লিগে হয়তো নিজেদের সেরা ম্যাচটা খেলে ফেলল বর্ধমান ব্লাস্টার্স। বৃহস্পতিবার বিপক্ষের ডেরায় গিয়ে এফসি মেদিনীপুরকে হারিয়ে দিল সন্দীপ নন্দীর দল। প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এল তারা।
এদিন শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩ মিনিটেই বর্ধমানকে এগিয়ে দেন চুচৌ। সেই গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর ঠিক ৩ মিনিট পর সাবিরের গোলে সমতায় ফেরে মেদিনীপুর। যদিও এই গোলটুকু ছাড়া আর বিশেষ কিছু করতে পারেনি। ২৮ মিনিটে উজ্জ্বলের গোলে ব্যবধান দ্বিগুণ করে বর্ধমান। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় তারা।
বিএসএলের শুরুটা অবশ্য ভালো হয়নি বর্ধমান ব্লাস্টার্সের। টানা চার ম্যাচে হারের ধাক্কা ভুলে কামব্যাক করেছে তারা। টানা চারটি ম্যাচও জেতে। সম্প্রতি সপ্তাহের সেরা কোচও হয়েছিলেন সন্দীপ নন্দী। শক্তিশালী সুন্দরবনকে হারিয়ে উজ্জীবিত ছিল তারা। তবে নর্থ ২৪ পরগনার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। আর বৃহস্পতিবার বিএসএলের ৪৪তম ম্যাচে মেদিনীপুরকে মাটি ধরিয়ে দিল তারা। দ্বিতীয়ার্ধে বর্ধমানের ফুটবলারদের সামনে দাঁড়াতেই পারেনি মেদিনীপুর। ৬৩ মিনিটে বিজয় এবং ৬৭ মিনিটে চুচৌয়ের গোলে স্কোর লাইন ৪-১ হয়। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্ধমান।
এই মুহূর্তে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২০। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জেএইচআর রয়্যাল সিটি। চারে উঠে এসেছে বর্ধমান ব্লাস্টার্স। ১১ ম্যাচে তারা ১৭ পয়েন্টে। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম নর্থ ২৪ পরগনা। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
