shono
Advertisement
FIFA World Cup 2026

'এটা আমি রেখে দিই?', হোয়াইট হাউসে বিশ্বকাপ ট্রফি হাতে 'আবদার' ট্রাম্পের

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম টিকিটটি তুলে দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টের হাতে।
Published By: Arpan DasPosted: 03:15 PM Aug 23, 2025Updated: 03:15 PM Aug 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর আমেরিকার মাটিতে বিশ্বকাপ। বেশ শোরগোল করেই তার প্রস্তুতি চলছে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। তার আগে বিশ্বকাপের প্রথম টিকিটটি তুলে দেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। আর বিশ্বকাপ ট্রফি নিয়ে ট্রাম্পের আবদার, "এটা আমি রেখে দিই?"

Advertisement

হোয়াইট হাউসের ওভাল অফিসে বিশ্বকাপ ড্রয়ের দিনক্ষণ ঘোষণার সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্স জেডি ভান্স ও ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সাধারণত, বিশ্বকাপের ড্র ঘোষণার ক্ষেত্রে ট্রফি নিয়ে উপস্থিত হন না ফিফা প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের জন্য যেন সবই ব্যতিক্রম। ট্রফি হাতে নিয়ে তাঁর ঘোষণা, "এটা সম্ভবত খেলাধুলোর ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে।" তাঁর টুপিতে লেখা ছিল, 'ট্রাম্প সব বিষয়েই ঠিক।'

এমনিতে বিশ্বকাপ জয়ের আগে ট্রফিতে হাত দেওয়া অশুভ বলে মনে করা হয়। কিন্তু ট্রাম্পের জন্য যুক্তিও তৈরি করে রেখেছেন ইনফান্তিনো। তিনি বলেন, "একমাত্র ফিফা প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপতি আর যারা এটা জেতে তারাই ট্রফিতে হাত দিতে পারে। আর আপনিও যেহেতু বিজয়ী, তাই আপনিও এটা স্পর্শ করতে পারেন।" তারপরই ট্রাম্পের বক্তব্য, "আমি তাহলে এটা রেখে দিই?" সেই সঙ্গে বলেন, "সোনার খণ্ডটা বেশ ভালো।"

কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপও হয়েছিল আমেরিকায়। ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছিল ট্রাম্পের অফিসে। ফুটবল মহলে প্রবল জল্পনা ‘আসল’ ট্রফিটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে। ‘নকল’ ট্রফি নিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি উড়ে গিয়েছে ইংল্যান্ডে। উল্লেখ্য, ২০২৬-এর বিশ্বকাপ হবে ৪৮টি দেশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর আমেরিকার মাটিতে বিশ্বকাপ। বেশ শোরগোল করেই তার প্রস্তুতি চলছে।
  • আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।
  • তার আগে বিশ্বকাপের প্রথম টিকিটটি তুলে দেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে।
Advertisement